কিভাবে ফেইসবুক আইডিকে পেইজে রুপান্তর করতে হয়

হাই আমি, মিজান, টেকটিউনস  থেকে।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে ফেইসবুক আইডিকে পেইজে রুপান্তর করতে হয়।

ফেইসবুক পেইজ জিনিসটা  সবাই জানে আমাকে আর নতুন ভাবে বুঝিয়ে দিতে হবে না।

ফেইসবুক ফেইজ নতুন তৈরি করলে কিন্তু কোন লাইক থাকে না, কিন্তু আজ আমি পদ্ধতিটা দেখিয়ে দিব এতে আপনার যত ফ্রেন্ড আছে তত লাইক থাকবে।

ধরুন আপনার ফেইসবুক আইডিতে  ৪৫০০ ফ্রেন্ড আছে। তাহলে

তাহলে ঐ আইডিকে যদি পেইজে কনভার্ট করি তাহলে, আপনার পেইজে ৪৫০০ লাইক থাকবে।

কিন্তু নরমালি নতুন  পেইজ তৈরি  করলে কোন লাইক ই  থাকে না।

আজ আমি যেই পদ্ধতি টা দেখিয়ে দিব তা হল পেইজ মাইগ্রেট।

আপনি  হয়ত ভাবতেছেন আপনার আইডি চলে যাবে  পেইজ মাইগ্রেট করলে। না পেইজ মাইগ্রেট করলে আপনার আইডির কোন পরিবর্তন হবে না।

চলুন তাহলে দেখে আসি কিভাবে পেইজ মাইগ্রেট করতে হয়।

সর্ব প্রথম আপনার ব্রাউজার ওপেন করবেন এবং আপনার ফেইসবুক আইডি লগ ইন করে নিবেন।

নিছের লিঙ্ক এ ভিসিট করবেন। মোবাইল থেকে Chrome ব্রাউজার ব্যবহার করবেন এবং ডেস্কটপ মোড অন করে দিবেন।

Click here for Page migrate

এই রকম একটি পেইজ দেখতে পারবেন।

স্কিন শর্ট গুলো ফলো করুন।

তারপর Get Started এ ক্লিক করবেন।

তারপর কি ওয়ার্ড বক্স এ আপনার কি ওয়ার্ড দিন।

এইখান থেকে আপনার পছন্দের কি ওয়ার্ড লিখুন।

আপনি আলাদা ভাবে ও লিখতে পারেন, আবার কি ওয়ার্ড এ ক্লিক করলে হয়ে যাবে।
যে কোন তিনটি কি ওয়ার্ড দিতে পারবেন।
আপনি কি বিষয় নিয়ে পেইজ তৈরি করতে চান, তার সাথে মিলিয়ে কি ওয়ার্ড দিবেন,
এতে আপনার পেইজ সহজে খুঁজে পাবে।
এই টা সার্চ এর জন্য অনেক প্রয়োজন।
কি ওয়ার্ড তিনটি দেওয়ার পর Next এ ক্লিক করবেন।

তারপর এই রকম একটি পেইজ আসবে। এইখানে আপনার সব ফ্রেন্ড লিস্ট এবং সব ফলোয়ার লিস্ট দেখাবে। এখান থেকে সব সিলেক্ট করে দিবেন, বেসিক ভাবে সব সিলেক্ট করা থাকে, আপনি তারপর NexT এ ক্লিক করবেন।

 

তারপর আপনার স্টাটাস গুলো দেখাবে, আপনি আপনার স্টাটাস গুলো ও চাইলে পেইজে এডজাস্ট করে নিতে পারেন।
তারপরে Next এ ক্লিক করবেন।

 তারপর Create page এ ক্লিক করবেন।

তারপর লোডিং হতে থাকবে কিছুক্কন।

তারপর কিছুক্ষন পর আপনার কাছে নটিফিকেশন আসবে, migration complated নামে।
ওই নোটিফিকেশন এ ক্লিক করবেন।

তারপর আপনার পেইজ পাবলিশ করার জন্য বলা হবে।
Your new Page is ready! Preview and publish your Page.

এইখান থেকে আপনি publish এ ক্লিক করবেন।

আপনার সব স্টেপ শেষ এখন। আপনার সব ফ্রেন্ড এর লাইক গুলো আসতে একদিন মতো সময় লাগতে পারে।
আপনার আইডির নাম অনুযায়ী পেইজের নাম হবে। পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন।

পেইজের সেটিং নিয়ে নেক্সট টিউন করা হবে, সাথে থাকুন।
ধন্যবাদ।

 

কিছু কথা ঃ

আমি মিজান। আজকে আমি নতুন টেকটিউনস এ যুক্ত হলাম।

এবং এইটাই আমার প্রথম টিউন।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যদি ও টিউন টি  বেশি স্কিন শর্ট দিয়ে দেখিয়েছি।

কিন্তু কষ্ট তো করলাম।

আমি টিউন লিখেছি যারা যানেন না তাদের জন্য।

ধন্যবাদ।

আমি ফেইসবুকে  https://www.facebook.com/mdmijanctg4

Level 2

আমি Md Mijanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "মিজানুর রহমান"। আমি 1 দিন 4 ঘন্টা আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। টেকটিউনস এর সাথেই থাকুন। ধন্যবাদ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস