আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর টিউন লিখতে বসলাম। বেশি বকবক করবোনা। কাজের কথায় আসি।
ফেসবুক মনিটাইজেশন কি?
ইউটিউবে আমরা ভিডিও আপলোড দিয়ে সেই ভিডিওতে মনিটাইজেশন করার মাধ্যমে এড দেখিয়ে যেভাবে টাকা ইনকাম করি এরকম একটা সুযোগ ফেসবুকও নিয়ে এসেছে। এটি বেশ কিছুদিন আগেই চালু হয়েছে। বাংলাদেশে এসেছে কিছুদিন হলো মাত্র।
আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে ফেসবুক এই সুযোগটি ভারত ও পাকিস্তানের মতো উন্নত দেশকে না দিয়ে বাংলাদেশে দিয়ে দিয়েছে! নিজে ক্লিক করে দেখে নিন কোন কোন দেশে এটি রিলিজ পেয়েছে।
দুটোর মধ্যে বড় কোনো পার্থক্য আছে তেমন কিছুনা। আবার অনেক পার্থক্যই আছে।
যেমনঃ ইউটিউবে আপনার ভিডিওতে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ১ হাজার সাবস্ক্রাইবার থাকলে আপনি মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবেন।
আর ফেসবুকে আপনার ফেসবুক পেইজে ৩ মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে হবে।
আর সেই ভিডিওগুলোতে ১ মিনিট করে দেখেছে এমন ৩০ হাজার মিনিট ভিউ লাগবে। (এটা তেমন কঠিন কিছুনা)।
তবে এটি সম্পন্ন করতে হবে ৬০ দিনের মধ্যে। আর ফেসবুক পেইজে ১০ হাজার লাইক বা ফলোয়ার থাকতেতো হবেই।
ফেসবুক মনিটাইজেশনটা পাওয়া খুবই সহজ। কারণ ইউটিউন থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে হাল্কা পাতলা একটু ইডিট করে আপনার পেইজে আপলোড দিলে সেগুলো দিয়েই আপনি সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন।
কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পর আপনার ইনকাম যে শুরু হয়ে যাবে তা নয়। আপনি জাস্ট ফেসবুক পেইজে মনিটাইজেশন পেলেন। ভিডিওগুলাতে কিন্তু পাননি। পেইজে মনিটাইজেশন পাওয়ার পর আপনি সবগুলো ভিডিওতে মনিটাইজেশনের জন্য এপ্লাই করলে সেখান থেকে যেগুলো জাস্ট আপনার নিজের ভিডিও সেগুলোতেই মনিটাইজেশন দেবে। অর্থাৎ অন্যের থেকে কপি করে দেওয়া ভিডিওগুলাতে মনিটাইজেশন+ইনকাম পাওয়ার সম্ভবনা খুবই কম।
আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
অল্পই লিখলাম। বেশি লিখে বুঝাতে গেলে আবার মাথায় ধরবেনা। ঘোলাই যাবে
কারো কিছু বুঝতে প্রব্লেম হলে কম্মেন্ট করুন। আমিতো আছিই
ধন্যবাদ সবাইকে। সবশেষে একটা কথাই বলবো, যা’ই করেন সদভাবে করে। সফলতা একদিন ধরা দেবেই।
ভালো থাকুন, ভালো রাখুন।
আমি জেএইচএস কম্পিউটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।