বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা কেমন আছেন। আপনাদের কে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজ আমি আপনাদের শিখাব কি করে আপনার মোবাইল থেকে Log Out করে দিবেন বন্ধুর মোবাইলে অথবা কম্পিউটারে Log In থাকা আপনার Facebook Account টি। ধরুন আপনি আপনার বন্ধুর মোবাইল দিয়ে অথবা বন্ধুর কম্পিউটার দিয়ে আপনার Facebook ID Log In করে Facebook Use করতেছেন হঠাৎ বন্ধুর মোবাইলের চার্জ শেষ হয়ে গেল &মোবাইল Off হয়ে গেল অথবা কম্পিউটার দিয়ে Facebook Use করার সময় কারেন্ট চলে গেল কিন্তু আপনার Facebook ID টা Log Out করতে পারলেন না তখন কি হবে আপনার বন্ধু পরে মোবাইল চার্জ দিয়ে অথবা কারেন্ট আসলে কম্পিউটার On করে যখন Facebook এ ধুকবে তখন আপনার ID টাই Log In পাবে। আর বন্ধু যদি Facebook ID টা Log In পায় তাহলে সে কি কি করতে পারে সেটা আপনার চাইতে ভাল আর কে জানে?
তখন আপনি কি করবেন? যদি এমন হয় আপনার মোবাইল থেকে আপনার Facebook ID Log In করে আপনার বন্ধুর মোবাইলে অথবা বন্ধুর কম্পিউটারে আপনার Log In থাকা Facebook ID Log Out করা যায় তাহলে কেমন হয়?
খুব মজা হবে তাই না?
হ্যা: এইটাও সম্ভব তাহলে আসেন দেখি কি ভাবে এই কাজটা সহজেই করা যায়।
কিভাবে করবেন সেটা নিচের ভিডিও টি দেখে শিখে নিন
আমি শামীম আলরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।