আবহাওয়া বার্তা এখন facebook messenger এ দেখুন কি ভাবে ব্যবহার করবেন উপকারেই আসবে আপনাদের

আস্সালামু আলাইকুম,
আশাকরি সকলেই ভাল আছেন। আপনাদের আজ একটি অসাধারন messenger বট এর সাথে পরিচয় করাতে যাচ্ছি। চলুন দেখে নেয়।
শুধু message করার মধ্যমেই আপনার এলাকার আবাহাওয়া কত ডিগ্রী সেলসিয়াস সেটা জানতে পারবেন এবং আপনার এলাকার আকাশের পরিস্থিতি কেমন সেটাও জানতে পারবেন। ত আর দেরি কেন এখনই message করুন message in weather bot চলুন দেখে নেয় কিছু screenshot

এরপর

আপনার লোকেশন টা অন রাখুন সঠিক তথ্য টা পাওয়ার জন্য।

এরপর

দেখুন এরপর সেন্ড করে দিন

এরপর দেখুন আমার এলকায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা আইসা পড়ছে। আজকে গরম ছিল তাই গরমের একটি গিফ সেন্ড করেছে।

এতক্ষন আমরা আলোচনা করেছি বটটির আবহাওয়া নিয়ে। কিন্তু বট টিতে আরেকটি সুবিধা ও পাবেন সেটা হচ্ছে আমরা আমাদের বন্ধুদের টিউমেন্ট করার জন্য বিভিন্ন গিফট ব্যবহার করি। কিন্তু আপনার পছন্দের গিফ পাওয়া টা অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই বটটি ব্যবহার করে আপনি যেমন ধরনের গিফ চান সেরকম গিফ লিখলেই পেয়ে যাবেন। our gift collection অপশনটি ব্যবহার করুন।

এরপর সার্চ অপশনটি সিলেক্ট করুন।

এরপর দেখুন আমি lol লেখে সার্চ দিয়েছি এবং এর রেজাল্ট খুবই একটি সুন্দর গিফ পেয়েছি

ধন্যবাদ টিউন টি পড়ার জন্য। আর এই বটটির পেইজ লিংকটি Weather intelligence Page

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস