স্বাগতম,
আজকের দিনে ফেসবুক ম্যাসেন্জারের মধ্যে অটোমেটিক ম্যসেজ রিপ্লাই দেয়া একটি অসাধারন ফিচার। এই ফিচারটি হয়ত আমরা সবাই ভোগ করেছি এবং এর নাম ও আমরা জানি messenger bot. বিভিন্ন বড় বড় কম্পানি তাদের কাষ্টমারদের সহজেই সেবা প্রদান করার জন্য অটোবট সিস্টেম টি ব্যবহার করে থাকেন। এমনকি এই বট ইউজ করে আজকাল মোটামোটি সব কাজই করা যায়। যায়হোক আজকে আমিও আপনাদের এমনই একটি বট এর সাথে পরিচয় করিয়ে দিব। আর সেই বট টির কাজ হচ্ছে বাংলাকে ইংলিশে এবং ইংলিশকে বাংলায় রুপান্তর করা। অর্থাৎ এক কথায় দাড়ায় বটটি হল translator বট। খুব সহজেই বটটি আপনি ম্যাসেন্জার ইউজ করে ব্যবহার করতে পারবেন। বটটি launch করেছে বেশি দিন হয় নি। চলুন দেখে নেয় কি ভাবে বট টি ব্যবহার করতে হয়।
১.প্রথমে আপনার ফেসবুক থেকে সার্চ দিন Bd dictionary লিখে। তারপর প্রথম যে পেজটি আসবে সেটির মধ্যে প্রবেশ করুন। পেজ লিংক
https://www.facebook.com/bddictionaryall
And messege link on this bot :- https://m.me/bddictionaryall
২.তারপর পেজটির কাজই যেহেতু ম্যসেজ এর সাহায্যে লেখা অনুবাদ করা সেহেতু send messege এ ক্লিক করুন।
৩.এখন messenger থেকে get started এ ক্লিক করুন।
৪.এবার দেখবেন বট টি অটোমেটিক আপনাকে ম্যসেজ দিবে। এরপরও একটি ভিডিও দিবে কিভাবে বট টি ইউজ করতে হয়। আমার টিউনটি যদি না বুজেন তাহলে ঐ জায়গা থেকে ও ভিডিও টি দেখতে পারেন। যায়হোক এখন আমরা ট্রান্সলেট করার জন্য translate now বাটন টি ব্যবহার করুন।
৫.এখন বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে চান না ইংলিশ থেকে বাংলা করতে চান সেটি আপনার পছন্দমত অপশন বেছে নিন এবং পছন্দের বাটন টিতে ক্লিক করুন।
৬. এবার screen shot গুলো দেখলেই বুঝতে পারবেন।
৭.এবার বাংলা টু ইংলিশ ব্যবহার করি
৮.দেখুন এরপর
এইভাবেই এক এর পর এক আপনি বট টি ব্যবহার করতে পারেন। আর সুবিধাটি ২৪ঘন্টায় পাবেন। ধন্যবাদ টিউন টি পড়ার জন্য আর ভাল লাগলে বট টি শেয়ার করতে পারেন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।