সবাই কেমন আছেন?
আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি কারন আজ অনেকদিন পর টিউন করছি।
কথা না বাড়িয়ে সরাসরি টিউনে যাওয়া যাক।
আমি আজ আপনাদের ফেসবুকের ৫ টি অস্থির ট্রিকস সম্পর্কে বলব। সেগুলো হল:-
১-প্রোফাইল পিকচার গার্ড:
এটা অনেকেই জানেন। এটা অন থাকলে কেউ আপনার প্রোফাইল পিকচারটি ডাউনলোড করতে পারবেনা এমনকি স্ক্রিনশটও নিতে পারবেনা।
প্রোফাইল পিকচারে ক্লিক করলে নিচের দিকে অপশনটি পেয়ে যাবেন।
২ নম্বর ট্রিকসটি আপনার আইডি হ্যাক থেকে রক্ষা করবে।
সেটিং এন্ড প্রাইভেসি তে ঢুকলে আপনি লগিন ডিটেইলস দেখতে পাবেন যেমন: ডিভাইস, আইপি, লোকেশন, ব্রাউজার ইত্যাদি। সন্দেহজনক কিছু চোখে পড়লে আপনি এখান থেকেই যেকোনো ডিভাইস থেকে লগ আউট করতে পারেন ও পাসওয়ার্ড বদলাতে পারেন।
৩-ব্লাংক স্টেটাস:
@[1:1:] এই কোডটি ব্যবহার করে আপনি ব্লাংক টিউন করতে পারবেন।
৪-একটিভিটি লগ:
এখানে আপনার আইডির কার্যকলাপ দেখতে পারবেন যেদিন একাউন্ট খুলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত। যেমন: কবে কাকে লাইক টিউমেন্ট করেছেন অথবা কে আপনাকে লাইক করেছে। আপনি চায়লে এখান থেকে এসব ইডিট করতে পারবেন। সেটিং এর ভেতর আপনি অপশনটি পেয়ে যাবেন
৫-এইটা শুধু তাদের জন্য যারা ট্যাগ করা পছন্দ করেননা।
তারা সেটিং এ যান >>তারপর টাইমলাইন এন্ড ট্যাগিং >>হু ক্যান টিউন মাই টাইমলাইন>> অনলি মি করে দিন
আর কেউ আপনাকে ট্যাগ করতে পারবেনা।
ধন্যবাদ পোস্টটি কষ্ট করে পড়ার জন্য।
বিস্তারিত বুঝার জন্য নিচের ভিডিওটি দেখে আসুন
এখান থেকে ভিডিওটি দেখুন
সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।