আপনার Facebook Profile কে কে ভিজিট করেছে তা জানবেন যেভাবে

আশাকরি প্রতিদিনের মত আজও আপনি ভাল আছেন। আর সবসময় ভাল থাকুন এটাই সবসময় কামনা করছি। প্রতিদিনের মত আজও নতুন  একটা বিষয় নিয়ে টিউন করতে বসলাম। অনেকের কাছে আজকের টিউনটা জানা আছে। তাই যারা না জানেন তাদের জন্য এই টিউনটি।

আমরা যারা ফেসবুক ইউজ করি তারা অনেকেই জানি না কে কে আপনার প্রোফাইল ভিজিট করেছে। কারন অনেক সময় আমরা দেখি অনেক অজানা লোক বা ফ্রেন্ড আমাদের প্রোফাইল ভিজিট করে তা আমাদের জেনে রাখা ভাল। তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি।

প্রথমে আপনি আপনার Facebook Profile এ Log In করুন। লগইন করার পর আপনি আপনার প্রোফাইলের পেইজে Mouse এর Right Click করুন। রাইট ক্লিক করার পর দেখবেন ছোট একটা উইন্ডো ওপেন হবে। আর সেখান থেকে আপনি View Source এ ক্লিক করুন। তখন দেখবেন নতুন একটা পেইজ ওপেন হবে। আর পেইজটা দেখতে নিচের ছবির মত দেখাবে।

এখন নতুন এই পেইজের উপর কিবোর্ডের CTRL+F প্রেস করুন। তখন দেখবেন একটা সার্চ বার চলে আসবে। এই সার্চ বারে “InitialChatFriendsList”  এই লেখাটা কপি করে পেষ্ট করে এন্টার দিন। দেখবেন পেইজটা নিচের দিকে চলে আসবে। এখন নিচের ছবিটাতে লাল দাগ দেওয়া যে সংখ্যাগুলো দেখছেন সেই প্রতিটি সংখ্যার পরে একটা করে, কমা আছে। প্রতিটি কমার আগের সংখ্যাগুলোই হয় সেই প্রোফাইল যে আপনার ফেসবুক ভিজিট করেছে। এখন দেখবেন কিভাবে যে এটি কার প্রোফাইল?

আপনি যে কোডটা কপি করেছেন সেই কোডটা এখন http://www.facebook.com/00913455856 এভাবে ব্রাউজারে কপি করে পেষ্ট করুন। facebook.com/ এর পর কপি করা সংখ্যাটা লিখুন এবং ব্রাউজারে ব্রাউজ করুন। দেখবেন একটা ফেসুবক প্রোফাইল ওপেন হবে। এই পোফাইলের ব্যক্তিই আপনার প্রোফাইল ভিজিট করেছে। এভাবে প্রতিটি সংখ্যা আপনি ব্রাউজ করলে দেখবেন আলাদা আলাদা প্রোফাইল ওপেন হবে।

টিউনটি বুঝতে সমস্যা হলে এই ভিডিওটা দেখে নিতে পারেন।  এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে।

টিউন টি ভাল লাগলে নিচে দেওয়া আমার চ্যানেলে Subscribe করে রাখুন প্লিজ

আমার ইউটিউব চ্যানেলআমার ফেসবুক প্রোফাইল

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস