বন্ধু-আত্মীয় বা পরিচিত-অপরিচিতের খোঁজ-খবর নেওয়ার খাতিরে সহজে যোগাযোগ করার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান, ভাব বিনিময়, লাইক-টিউমেন্টে যায় অনেকের দিনের উল্লেখযোগ্য সময়। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নতুন বন্ধু খোঁজা-যোগ করার সুযোগ রয়েছে সামাজিক যোগাযোগের এ মাধ্যমে। এগুলো ফেসবুকের ইতিবাচক দিক। ফেসবুকে বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, ২০১৭ সালের জরিপ অনুসারে ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২২০ কোটি। এর মধ্যে ২০ কোটি ৭০ লাখ অ্যাকাউন্টই ভুয়া!
ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৭ সালের জুলাই থেকে প্রায় ১ শতাংশ ফেক অ্যাকাউন্ট বেড়েছে ফেসবুকে।
সময় পেলে ঘুরে আসতে পারেন ব্লগ৭১.কম থেকে।
আমি প্রত্যয় বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।