[Messenger Bot Review] যেভাবে FB ID Finder Messenger Bot এর মাধ্যমে Facebook ID no বের করবেন

Messenger Bot Review: FB ID Finder Bot

আমাদের অনেকেরই বিভিন্ন কাজে Facebook User ID, Page ID এবং Group ID এর প্রয়োজন পড়ে। যেমনঃ কাউকে Mention/Tag করার জন্য; নীল রঙের Post করার জন্য; Auto Like নেয়ার জন্য.
এছাড়াও বিভিন্ন কারণে আমাদের Facebook ID এর প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা Opera Mini এবং Java Phone ব্যবহার করে Facebook চালায়, তাদের বেশি প্রয়োজন পড়ে.

বিভিন্ন জন বিভিন্নভাবে Facebook ID বের করে থাকেন। আবার অনেকে নিজে বের করতে না পেরে, অন্যজনের সাহায্যে বের করে।

তাই এসব ব্যাপারের জন্য খুব সহজে Facebook ID বের করার জন্য এসে গেছে FB ID Finder Bot 

ঐ Messenger Bot এর মাধ্যমে আপনারা দুইভাবে নিজের এবং অন্যের Facebook User ID, Page ID এবং Public Group ID বের করতে পারবেনঃ

(১) Link বা URL বা Web Address এর মাধ্যমে (উদাহরণঃ http://www.facebook.com/TechNotepad)

(২) Username এর মাধ্যমে (উদাহরণঃ TechNotepad)

যেভাবে Link বা URL বা Web Address এর মাধ্যমে Bot টি ব্যবহার করে Facebook ID বের করবেনঃ
(১) Bot টিতে যেকোনো Message Send করুন
(২) তারপর Bot টি আপনার কাছে জানতে চাইবে যে, আপনি কোন পদ্ধতি ব্যবহার করে FB ID বের করবেন

(৩) ১ লিখে Reply দিন, তাহলে Link এর মাধ্যমে FB ID বের করতে পারবেন
(৪) তারপর Bot টি আপনার কাছে একটি FB Profile/Page/Group এর Link চাইবে

(৫) যেটার Facebook ID পেতে চান, সেটার Link Copy-Paste করে দিয়ে দিন, কয়েক সেকেন্ডের মধ্যেই Bot টি আপনাকে ID no. দিয়ে দিবে

যেভাবে Username এর মাধ্যমে Bot টি ব্যবহার করে Facebook Profile & Page ID বের করবেনঃ

(১) Bot টিতে যেকোনো Message Send করুন

(২) তারপর Bot টি আপনার কাছে জানতে চাইবে যে, আপনি কোন পদ্ধতি ব্যবহার করে FB ID বের করবেন

(৩) ২ লিখে Reply দিন, তাহলে Username এর মাধ্যমে FB ID বের করতে পারবেন
(৪) তারপর Bot টি আপনার কাছে একটি FB Profile/Page এর Username জানতে চাইবে

(৫) যেটার Facebook ID পেতে চান, সেটার Username দিয়ে দিন, কয়েক সেকেন্ডের মধ্যেই Bot টি আপনাকে ID no. দিয়ে দিবে

বিদ্রঃ FB ID Finder Bot বর্তমানে Deactivated FB ID, Closed & Secret Group এর ID বের করতে পারে না।

কেউ বড় হাতের অক্ষর দিয়ে Facebook এর Link দিলেও (যেমনঃ Facebook.com) Bot টি ID no. বের করে দিতে পারবে না।

কিছু না বুঝে থাকলে, Comment করে জানাবেন.

Video Tutorial:

Level 0

আমি টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভবিষ্যৎ সম্পর্কে আমরা শুধু অনুমান করতে পারি, নিশ্চিত হতে পারি না।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস