এই Part এ আমরা Facebook Developer App বানানো শিখব, যেটার মাধ্যমে আমরা ChatBot টি আমাদের Facebook Page এ Install করতে পারব।
নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
(০১) developers.facebook.com এ যান এবং Get Started এ Click করুন (আপনার fb ID কোনো Phone No. দিয়ে Verify করা না থাকলে, একটি Phone No. দিয়ে Verify করার প্রয়োজন হতে পারে.)
(০২) Next এ Click করুন
(০৩) App Name এবং Contact Email লিখে Next এ Click করুন
(০৪) ছবির Code টি সঠিকভাবে লিখে Submit এ Click করুন
(০৫) আপনার পেশা Select করুন
(০৬) Add Your First Product এ Click করুন
(০৭) Settings এ Click করে Basic এ Click করুন
(০৮) Privacy Policy URL এ https://dialogflow.com/terms-and-privacy লিখে দিন; App Category Select করে দিন এবং App Icon Upload করে Save Changes এ Click করুন
(০৯) Status: In Development ON করে দেয়ার জন্য OFF এ Click করুন
(১০) Confirm এ Click করুন
(১১) এবার Developer App টিতে আপনার কোনো Extra fb ID/Closed Friend এর fb ID/Family Member এর fb ID Administrator দিয়ে রাখুন। যদি কোনো কারণে আপনার fb ID Lock/Block/Disable হয়ে যায়, তবুও যেন আপনার Developer App টি ঠিক থাকে এবং Recover করতে পারেন। এজন্য Roles এ Click করে আবার পরের Roles এ Click করুন
(১২) Add Administrators এ Click করুন
(১৩) এবার যাকে App টির Administrator বানাতে চান, তার fb ID এর নাম/fb User ID/fb Username দিয়ে Add করে Submit এ Click করুন
যাকে Administrator বানালেন, তাকে এখন এখানে গিয়েঃ developers.facebook.com/requests Admin Invitation Accept করতে হব.
Demo Messenger Bot --- Bot টি Message Send করে Test করে দেখতে পারেন., শুধু ইংরজি বুঝে Bot টি. Hi/Hello দিয়ে Message শুরু করুন., আর Weather in Dhaka লিখুন., তাহলে Bot টি ঢাকার আবহাওয়া জানিয়ে দিবে. (ইংরেজি শব্দের বানান ভুল লিখবেন না, তাহলে কিন্তু Bot টা বুঝতে পারবে না, আপনার Message.)
Bot বানাতে কোনো কোনো সমস্যা হলে, আমাদের Group এ Post করে জানাতে পারেন.
আমি টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভবিষ্যৎ সম্পর্কে আমরা শুধু অনুমান করতে পারি, নিশ্চিত হতে পারি না।
অসাধারণ