অনেক সহজেই ফেসবুকে প্রোফাইল পিকচার গার্ড চালু করুন সকলের জন্য কার্যকর

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমানে ফেসবুক বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি। দিন-দিন ফেসবুক তাদের ব্যবহারকারী'দের সুরক্ষা নিশ্চিত করতে আরও অনেক নতুন নতুন ফিচারস্ সামনে নিয়ে আসছে। এগুলোর মধ্যে অন্যতম একটি হলো ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড।

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড কি? এবং এর কার্যকারিতা

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড চালু করেছিল ব্যবহারকারী'দের প্রোফাইল পিকচার'কে সুরক্ষিত রাখার লক্ষ্যে। ফেসবুক-এ যখন কোনো ব্যবহারকারী তার প্রোফাইলে প্রোফাইল পিকচার গার্ড চালু করেন, তখন সেই ব্যবহারকারীর প্রোফাইল পিকচার'টি আর ডাউনলোড অথবা শেয়ার করা যায় না এবং প্রোফাইল পিকচার'টি সম্পূর্ণ সুরক্ষিত থাকে আর এটিই হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ডের অন্যতম কার্যকারিতা।

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড চালু করার পদ্ধতি (প্রথম)

প্রথমত বলে রাখছি এই পদ্ধতি'টি অনেক ব্যবহারকারী'দের ক্ষেত্রে কাজ নাও করতে পারে, কিন্তু চিন্তার কিছুই নেই যাদের ক্ষেত্রে এই পদ্ধতি'টি কাজ করবে না তাদের ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি'টি কাজ করবে। প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। তারপর আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এরপর দেখবেন প্রোফাইল পিকচারের একটি পেইজ আসবে, যেখানে Turn On Profile Picture Guard নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন (যারা এই অপশন'টি খুঁজে পাননি, তারা দ্বিতীয় পদ্ধতি'টি অনুসরণ করুন)। এরপর Help secure your profile picture নামে একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনি Save এবং Cancel নামে দু'টি অপশন দেখতে পাবেন, এবং সেখান থেকে Save অপশন'টিতে ক্লিক করুন। এখন আপনার প্রোফাইল পিকচারের চারপাশে একটি নীল রঙের বর্ডার দেখতে পাবেন, এর মানে আপনি সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার গার্ড'টি চালু করতে সক্ষম হয়েছেন।

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড চালু করার পদ্ধতি (দ্বিতীয়)

যারা প্রথম পদ্ধতি'তে Turn On Profile Picture Guard অপশন'টি খুঁজে পাননি, তাদের জন্য এই পদ্ধতি'টি কাজে লাগবে বলে আমি আশা করছি। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। তারপর আপনার Gender (লিঙ্গ) যদি Male (পুরুষ) করা থাকে, তাহলে তা কিছুক্ষণের জন্য পরিবর্তন করে Female (নারী) করে নিন। এরপর ঠিক আবারও প্রথম পদ্ধতি'টির মতো নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এবার দেখুন প্রোফাইল পিকচার পেইজে আপনি Turn On Profile Picture Guard অপশন'টি দেখতে পারছেন, এবং সেই অপশন'টিতে ক্লিক করুন। এরপর Help secure your profile picture নামে একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনি Save এবং Cancel নামে দু'টি অপশন দেখতে পাবেন, এবং সেখান থেকে Save অপশন'টিতে ক্লিক করুন। এরপর আবার Gender (লিঙ্গ) পরিবর্তন করে Male (পুরুষ) করে ফেলুন। এখন আপনার প্রোফাইল পিকচারের চারপাশে একটি নীল রঙের বর্ডার দেখতে পাবেন, এর মানে আপনি সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার গার্ড'টি চালু করতে সক্ষম হয়েছেন।
টিউন'টি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। টিউন'টি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিন।

Level 0

আমি প্রকাশ সিংহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন ইন্টারনেট উদ্যোক্তা, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, কম্পিউটার প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, সাইবার এক্সপার্ট এবং ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস