[Hot Post] চলে এলো ফেসবুক মেসেজ কাউন্টার এবার সহজেই দেখে নিন প্রতিটি কনভারসেশনের মেসেজ সংখ্যা

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সবার প্রতি অনেক অনেক শুভ কামনা রেখে শুরু করছি আমার আজকের টিউন।

আশাকরি সবার ভালো লাগবে।

আজকাল ফেসবুক আমাদের লাইফের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে  আছে। আর এর সাথে জড়িয়ে আছে ফেসবুক মেসেজিংও।

প্রতিদিন ঘুম থেকে উঠেই আমরা মেসেঞ্জারে খুঁজ করি প্রিয় জনের নতুন কোনো মেসেজের।  এভাবে সারাদিন জুড়ে বন্ধুবান্ধবের সাথে হয়ে যায় হাজারো মেসেজ! কিন্তু কখনো কি জানতে ইচ্ছে হয়েছে, কোন বন্ধুর সাথে এ পর্যন্ত কতো গুলো মেসেজ করেছেন? যারা আমার মতো জানতে খুব আগ্রহী। এই টিউন তাদের জন্যই।

অনেক কথা তো বললাম। এবার টিউনের এর মূল প্রসঙ্গে আসা যাক।

প্রতিটি কনভারসেশনের মেসেজ দেখতে হলে আপনার যা যা লাগবে

১। একটি কম্পিউটার

২। মজিলা ফায়ারফক্স লেটেসট ভার্সন(৫৭+)

৩। অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

এবার নিচের স্টেপ গুলো ফলো করুন

স্টেপ ১ঃ প্রথমে আপনার ফেসবুকে একাউন্টটি লগ ইন করুন।

স্টেপ ২ঃ  এবার নিচের ডাউনলোড লিংক থেকে টপ কনভোস নামক এক্সটেনশনটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড কম্পলিট হলে অন্যান্য এক্সটেনশনের মতো এটিও ইন্সটল করে নিন। ইন্সটলেশন কম্পলিট হলে, আপনার ব্রাউজারের উপরের ডান দিক একটি ফেসবুকের F আইকনের মতো একটি আইকন দেখতে পাবেন।

স্টেপ ৩ঃ  এবার ইন্সটল করা এক্সটেনশনে ক্লিক করুন।

এবার নিচের পিকচারের মতো একটা পেজ দেখতে পাবেন।   Update বাটনে ক্লিক করুন।

কিছু মুহূর্ত অপেক্ষা করুন। আপনি আপনার কনভারসেশনের লিস্ট সম্বলিত একটি পেজ দেখতে পাবেন।

আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। কোনো সমস্যা হলে  টিউমেন্টে জানান।

আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো টিউনে নতুন কোনো টপিক নিয়ে।

খোদা হাফেজ।

Level 0

আমি ফরহাদ শিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস