ফেইসবুকের রিয়েল ফলোয়ার বাড়ান – ফ্রী ফেইসবুক লাইক বোট ব্যবহার করে

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি ফ্রী ফেইসবুক লাইক বোট ব্যবহার করে ফেইসবুকে আপনার ফলোয়ার বাড়াবেন।

বোট ব্যবহার করে কিভাবে ফলোয়ার বাড়াবেন?

আপনি যদি ফেইসবুক লাইক বোট ব্যবহার করেন তাহলে আপনি ফেইসবুকে না থাকলেও আপনার একাউন্ট থেকে আপনার বন্ধুদের স্ট্যাটাস, পিকচার তথা আপনার নিউজ ফিডে যা আসে সবগুলাতে ৫ সেকেন্ডের মধ্যে লাইক দেওয়া হয়ে যাবে। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি একজন এক্টিভ লাইকার হয়ে গেলেন। ফ্রেন্ড রিকুয়েস্ট বেশি পাবেন এবং প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়বে।

নির্ভয়ে কেনো এটি ব্যবহার করবেন?

(যারা বোট নতুন ব্যবহার করছেন তাদের বলছি। কারণ যারা অলরেডি বোট ব্যবহার করে তারা জানে এটা কোনো ফিসিং না। ) প্রথমে বলে নেই আপনি যদি পূর্বে কখনো ফিশিং দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি এটা ব্যবহার করতে ভয় পেতে পারেন। কিন্তু এই ফেইসবুক বোটটি সম্পূর্ণ সেইফ। আপনি ভাবছেন আমি গ্যারান্টি দিয়ে সেইফ বলছি কেনো? আপনারা হয়তো অনেকে জানেন না Root Technologies Ltd. নামে একটা কোম্পানি আছে যারা ফেইসবুক লাইক বোট, ফেইসবুক ফলোয়ার, 0963xxxxxx এরকম আইপি কল নাম্বার বিক্রি করে থাকে। এরা এই ফেইসবুক বোটটি ফ্রিতে দিয়েছে ওদের কোম্পানি প্রচারের জন্য। আপনি চাইলে ওদের থেকে লাইক বোট সাইট কিনে সারাবছর ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে ১৩০৳ বিল দিতে হবে। আরো বিস্তারিত জানতে ওদের ফেইসবুক পেজে ভিজিট করুন. https://www.facebook.com/RootTechLtd/

কিভাবে ব্যবহার করবেন?

প্রথমে এই ওয়েবসাইটে যান https://nirob.xyz

এরপর Click Here To get Access Token. ওখান থেকে Here বাটনে ক্লিক করুন।
একটি পেজে নিয়ে যাওয়া হবে। ওখানে আপনি আপনার ফেইসবুকের তথ্য দিয়ে Get Token বাটনে ক্লিক করুন। [Note: আপনি যদি ফেইসবুক আইডি হারানোর ভয় পেয়ে থাকেন তাহলে একটা Fake একাউন্ট দিয়ে প্রথমে ট্রাই করতে পারেন। নিশ্চিত হয়ে তারপর আপনার অরিজিনাল একাউন্ট দিয়ে লগিন করতে পারেন। তবে আমি পুরোপুরি নিশ্চয়তা দিচ্ছি আপনার একাউন্টের কোনো ক্ষতি হবে না। (নতুনদের বলছি)]

এবার আপনার Token কপি করুন। এবার ব্যাক বাটনে ক্লিক করে পূর্বের পেজে ফিরে আসুন। এবার বক্সটিতে আপনার টোকেন Paste করে টিক বাটনে ক্লিক করলে Login হয়ে যাবে। এরপর Enable Bot বাটনে ক্লিক করুন। একটা পপ-আপ উইন্ডো আসবে ওখানে Active Bot বাটনে ক্লিক করুন। আপনার Bot Active হয়ে যাবে। এবার ফেইসবুকে যেয়ে আপনার Activity Log চেক করুন। দেখবেন অটোম্যাটিক আপনি অন্যের টিউনে লাইক দিচ্ছেন। আর ফ্রেন্ড রিকুয়েস্টও বেশি বেশি পাবেন। ফলোয়ার তো বাড়ছেই!

যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখুন।

https://youtube.com/watch?v=w4pFT5FxW7A

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। আর কোনো সমস্যা অথবা প্রশ্ন থাকলে টিউনমেন্ট করুন।

যোগাযোগঃ-
ফেইসবুকঃ https://facebook.com/sasnuralom
টুইটারঃ https://twitter.com/sasnuralom
আমার ইউটিউব চ্যানেলঃ https://youtube.com/SasTech

আমার পূর্ববর্তী টিউনগুলোঃ https://www.techtunes.io/tuner/sasnuralom

Level 0

আমি রহস্যময় এক যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস