ফেসবুকে পরিসেবার তালিকার নতুন করে যুক্ত হল আরেকটি নাম। হ্যা, এবার ফেসবুক টিবিএইচ ক্রয় করছে। টিবিএইচ এর পূর্ণ নাম হল টু বি অনেস্ট (To be honest) যাকে সংক্ষেপে "টিবিএইচ / TBH" বলা হয়। এই অ্যাপ কিশোরদের মধ্যে খুব কম সময়ে বেপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই অ্যাপটির লক্ষ্য মাধ্যমিক স্কুল এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। এটি এমন অ্যাপ ও একটি নেটওয়ার্ক যা ব্যবহারকারীরা নাম গোপন করে "ক্যুইজে" অংশগ্রহন করার সুযোগ দেয়। সপ্তাহ ধরে অ্যাপ স্টোরের শীর্ষ দশে রয়েছে, যার মধ্যে দুই সপ্তাহ ধরে এক নম্বরের ছিল অ্যাপ্লিকেশনটি।
ফেসবুকে অ্যাপটি ক্রয়ের কথা নিশ্চিত করে বলেছে, "টিবিএইচ এবং ফেসবুক তাদের সাধারণ লক্ষ্য শেয়ার করেছে - কমিউনিটি নির্মাণ এবং মানুষের সাথে কিছু জিনিস এমন ভাবে শেয়ার করে নিতে সক্ষম করা যা মানুষকে একজন অপর জনের আরো কাছাকাছি নিয়ে আসার সম্ভব হয়"।
এপ্লিকেশনটি আপনার ফোনবুকে সংযোগ করে পরিচিত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে। এই অ্যাপ মূলত একটি "নির্বাচন/কুইজ" সিরিজ অ্যাপ যা দিয়ে বন্ধুদের সম্পর্কে বিভিন্ন বিষয়ে পুল ডাকতে পারবেন। বিষয়টা অনেকটা টেকটিউনসের ভোট বা পুলের মত। যেমন - কে "বিশ্বের সেরা পার্টি পরিকল্পক" অথবা কে "World's best party planner" পুল/কুইজ। এধরননের কুইজের মাধ্যমে খুব সহজে জানতে পারবেন, আপনি আপনার বন্ধুদের মধ্যে কত জনের প্রিয় বা আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে কত জন্য প্রছন্দ করে।
অ্যাপটিতে পরিচয় গোপন করে ব্যবহার করা যায়। মানে যদি আপনি কোনো বিষয়ে কোনো পুলে অংশগ্রহণ করেন, সেখানে কেউ আপনার নাম পরিচয় পাবে না। তবে পুলের/নির্বাচনের কে কে আপনাকে বাছাই বা পছন্দ করেছে তাদের নিয়ে কিছু বিবরণ দেখতে পারবেন (যেমন "একজন মেয়ে যার গ্রেড ১০ম লেভেল")। গেইমটি আসক্তিক ফ্রি-টু-প্লে গেম।
অ্যাপ এনি-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চালু করা অ্যাপটি অ্যাপস্টোরে ১ম মাসেই ২ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে। টিবিএইচ অনুযায়ী, অ্যাপটি 5 মিলিয়ন ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে যারা এক বিলিয়ন বারেরও বেশি মেসেজ আদান-প্রদান করেছে।
ফেসবুক এই অ্যাপকে তাদের সোশাল নেটওয়ার্কের সাথে একত্রিত করার পরিবর্তে একে একটি স্বতন্ত্র বা আলাদা পরিষেবা হিসেবে রাখার পরিকল্পনা করছে। টিবিএইচ একটি ব্লগ টিউনে বলেছে "টিবিএইচের UX পরিবর্তন করা হবে না, কিন্তু আমরা একে আরো উন্নত করব এবং নতুন ফিউচার যুক্ত করব যা আপনারা ভালবাসেন - আমরা এ নিয়ে প্রচুর আগ্রহের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি"।
এ অর্জন ফেসবুকের জন্য একটি বিশাল জয়। ই-মার্কারের সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে কিশোর ব্যবহারকারীদের সংখ্যা ২০১৭ সালে প্রত্যাশিতভাবে নেমে যাবে - প্রথমবারের মতো কোম্পানিটি যেকোন নির্দিষ্ট বয়সের ফেসবুক ব্যবহারকারী হ্রাসের পূর্বাভাস দিয়েছে। গত সপ্তাহে 'পাইপার জাফর' দ্বারা প্রকাশিত একটি জরিপ বলা হয়, ৪৭ শতাংশের বেশি কিশোর অন্য সামাজিক নেটওয়ার্কগুলির বাইরে Snapchat পছন্দ করে।
ফেসবুক, টিবিএইচ ও তার 5 মিলিয়ন কিশোর ব্যবহারকারীসহ ক্রয় করা দ্বারা ফেসবুক অবশেষে বলতে পারবে, আমাদের একটি পণ্য আছে যা আসলেই কিশোরা ভালোবাসে।
আমি অলিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।