সবাইকে আমার সালাম,
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আজকে আপনাদের জন্য অসাধারণ একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে Facebook toolkit ব্যবহার করতে হয়।
আমরা অনেকেই জানি Facebook toolkit কি। সে জন্য আজকে এটা দেয়া
আসলে Facebook toolkit কি?
Facebook toolkit হলো Extension. যাকে একধরণের script ও বলা হয়। যা ব্যবহার মাধ্যমে আপনি অতি সহজে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
যা কিনা ব্যবহার করতে পারবেন Chrome browser এ।
যেমন ধরুন আপনার প্রায় এক হাজার ফ্রেন্ড রিকুয়েস্ট জমা পরেছে। তো আপনি চায় সব রিকুয়েস্ট গুলো একস্পেট করতে কিন্তু এই এতো গুলো একটা একটা করে একস্পেট করতে গেলে অনেক সময় লাগেব কিন্তু আপনার কাছে ততো সময় ও নাই তখন কি করবেন? ঠিক তখনই আপনি Facebook toolkit ব্যবহার করে অতি অল্প সময়ের মধ্যে সব গুলো রিকুয়েস্ট একস্পেট করতে পারবেন। তাছাড়া আপনি আপনার গ্রুপে কিংবা আপনার লাইক পেজে এড হওয়ার জন্য আপনার ফ্রেন্ডলিস্টে সবাইকে এড করতে চান কিন্তু তা পারছেন না। কারণ একজন একজন করে সবাই এড করা পসিবল না। ঠিক এই সব কাজ করে নিতে পারবেন খুব অল্প সময়ে।
আর কেউ না বুঝলে আমার ভিডিও টিউটোরিয়াল টা দেখতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
আমি মিনহাজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।