প্রথমে সালাম জানাচ্ছি, সবাই ভালো আছেন আর ভালো থাকা টাই আমরা কামনা করি। আমার এইটা প্রথম টিউন ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এইবার কাজের কথায় আসি, টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করবো। ফেসবুক এখন একটা যায়গা যেখানে কেউ ছবি আপলোড করে নাই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা। আমার কথা টা তাদের কে নিয়ে না আমি কথা বলবো যারা চায় তার ফেসবুকের ছবি টি যাতে কেউ শেয়ার করতে না পারে..। আর এই কাজ টা আমরা সহজে করতে পারবো এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Setting >>Privacy>>Limit The Audience for Old Posts on Your Timeline>>Limit Old Post>>Confirm কাজ শেষ।
এই গুলো ভিডিওতে দেখতে এইক্ষানে ক্লিক করুন
কিন্তু এর জন্য শর্ত হলো আপনার ছবি টি অবশ্যয় Friend হবে কারন Public ছবি গুলো কাজ করবেনা।
আর কাজ টা করার পর আপনার অন্য যে কোন ফেসবুক বন্ধু কে জিঙ্গাসা করুন তার কাছে কি শেয়ার বাটন টি দেখায় কিনা।কারন এই কাজ টা করার পর আপনার কাছে শেয়ার বাটন টি তখনও দেখাবে। কোন সমস্যা হলে আমার সাথে যোগায়োগ করতে পারেন।
ধন্যবাদ সবাইকে
আমি মো ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।