আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভাল আছেন। আজকে টেকটিউনস এ নতুন আরেক টি টিউন নিয়ে হাজির হলাম। আজকে দেখাব কিভাবে Gp এবং BL সিম দিয়ে সাড়া জীবন ফ্রিতে Facebook এবং imo ব্যবহার করবেন। অনেকেই আছে যারা Droid vpn দিয়ে ফ্রি নেট চালাচ্ছেন। তবে একটু প্রবলেম হলো মাঝে মধ্যে Disconnect হয়ে যায়। আমি আজকে যে setting দিব তাতে Disconnect হয়ার সম্ভবনা নাই। যদি BL Sim ব্যবহার করেন তবে শিউর বলতে পারি ডিসকানেক্ট হবে না। প্রথমে play store থেকে droid vpn আপডেট ভার্সনটা ডাউনলোড করে নিন এবং Droid vpn a একটা একাউন্ট করেন এবং droid vpn Login করে আমার মত setting করেন।
তারপর সেটিংয়ে যান UDP SETTING যান তারপর Remote udp port এ যান 5000 দিন তারপর Local udp port এ যান 1দিন তারপর choose udp mode
এ যান mode 1 সিলেক্ট করুন তারপর Tcount এ যান 500 দিন তারপর Recount এ যান 4 দিন তারপর আবার মূল সেটিংয়ে ফিরে আসুন tcp and Http তে যান Remote tcp port এ যান 443 দিন তারপর নিচে local tcp port
এ যান 1 দিন তারপরে আবার পিছনে ফিরে আসুন icmp setting এ যান choose icmp number এ ক্লিক করুন static seq number এ ক্লিক করুন। এভাবে সাড়া জীবন ফ্রি নেট চালাতে পারবেন। facebook and imo ছাড়া অন্য সাইট ব্রাউজিং করতে পারবেন তবে ডাউনলোড করলে স্পিড পাবেন না।
ভিডিও টা দেখুন।
আমার চ্যানেলটি সাবক্রাইব করুন।
http://Youtube.com/ktvbanglatutorial
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
খোদা হাফেজ।
আমি ফাহাদ কাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।