১৭ সেপ্টেম্বর ২০১৭,
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।
আপনারা হয়তো ফেসবুকের খেয়াল করে দেখবেন ফেসবুকে এমন অনেক আইডি রয়েছে যেগুলো single name অর্থাৎ একটা শব্দ দিয়ে ফেসবুকের নাম দেওয়া।
সাধারন ভাবে ফেসবুক এটা সমর্থন করে না। কিন্তু কিছু ট্রিক কাজে লাগিয়ে এরকম Single Name এ Facebook ID করা যায়।
"ভিডিওটি টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন"
কিন্তু এই কাজটা করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। যারা জানেন কিভাবে single name এর আইডি করতে তাদের ও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। VPN ব্যবহার করলে সঠিক servar পাওয়া যায় না। পেলে ও বার বার Disconnect হয়। এছাড়া অনেক VPN এ connect থাকলেও কাজ হয় না।
এমনকি অনেকে এই কাজ করতে গিয়ে তাদের Facebook ID ডিজেবল করে ফেলে।
আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করব যা দেখলে আপনি খুব সহজেই কোন সমস্যা ছাড়ায় যে কোন ফেসবুক আইডির নাম single করতে পারবেন।
"ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন"
আশা করি ট্রিকটি আপনাদের কাজে লাগবে। টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি আব্দুল্লাহ আল মান্নান রিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা জানি তা অন্যকে জানাতে পারলে নিজের কাছে ভাললাগে।