প্রায় সময় বিভিন্ন গ্রুপে কিছু টিউন থাকে এমন "আমার ফেসবুক হ্যাক করা হয়েছে" মাঝে মাঝে ফেসবুকের ইনবক্সের দেখা যায় হাস্যকর কিছু ম্যাসেজ, অনেকটাই এমন "ভাইয়া আমার ফেসবুক আই ডি হ্যাক করা হয়েছে "
আমি যখন রিপ্লে দেয় ভাইয়া তোমার আইডি কিভাবে হ্যাক করা হয়েছে এবং কে হ্যাক করেছে, তখন ঐ পাশ থেকে উত্তর আসে, জানিনা ভাইয়া কিভাবে হ্যাক করছে কিন্তু কে করছে জানেন, ওইটা আমার বন্ধু করেছে। আমার মাথায় ধরেনা কিভাবে একটা ছেলে ক্লাস ৯,১০, ১১, ১২ পড়ে যারা অনেকেই ICT এর আইও জানেনা, কোডের সিও জানেনা তারা কিভাবে ফেইসবুক হ্যাক করে।
ফেইসবুক হল মুলত একটা ওয়েবসাইট আর কিছু না এটা তৈরী করেছেন মার্কজাকারবার্গ ২০০৪ সালে। তিনি একজন খুব বড় মাপের প্রোগ্রামার। এখন বর্তমানে ফেইসবুক কোম্পানিতে প্রায় সকল দেশের বড় বড় প্রোগ্রামারা কাজ করে। আপনারা বিলিভ করেন আর না করেন আমি কিন্তু আমি বিলিভ করি যে ফেইসবুকে কোন বাগ নাই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু ফেইসবুকে কোন বাগ নেই তাহলে হ্যাক হয় কিভাবে? আরে ভাই আপনে যদি অন্যকে পাসওয়ার্ড দিয়ে আসেন তাহলে ত হ্যাক ত হবেই তাইনা আপনে অন্যকে সরাসরি পাসওয়ার্ড দেন না কিন্তু ইনডাইরেক্টলী পাসওয়ার্ড দিয়ে আসেন একটা গল্পের মাধ্যমে বিষয়টা বুজিয়ে দিচ্ছি একবন্ধু অন্য বন্ধুকে বলতেছে, তুই যদি বলতে পারস আমার ঝুড়িতে কি আছে তাহলে আমি ঝুড়ি থেকে একটা ডিম দিব হা হা আমি আর কিছু বলব না, মনে হয় আপনারা বিষয়টা বুঝে গেছেন।
বর্তমানে সবচেয়ে বেশি ফেইসবুক একাউন্ট হ্যাক হয় social Engineering এবং ফিশিং সাইটের মাধ্যমে। মনে হয় আপনারা এ সম্পর্কে জানেন তাও আমি একটু হাল্কা ধারনা দিচ্ছি
social Engineering : হ্যাকারা ভিকটিমের বিভিন্ন চাল চলন কথা বার্তা এবং ব্যক্তিগত ইনফরমেশন কালেক্ট করে হ্যাক করে থাকে একে social Engineering বলে। আমরা অনেকেই আমাদের পাস ওয়ার্ড হিসেবে ব্যবহার করি নিজেদের নাম,ফোন নাম্বার,জন্মতারিখ ইত্যাদির কিছু অংশ। এইসব ইনফরমেশন যদি কেউ জানে তাহলে সে নিজেই হ্যাকার হয়ে যাবে
ফিশিং : ফেইসবুকের লগইন পেজের একটা কার্বন কপি বা ডুপ্লিকেট কপি তৈরী করে কোথাও হোস্টিং করে তার লিংক শেয়ার করা হয় আর যারা যারা এই পেজে লগইন করে ফেইসবুকে ডুকার জন্য, তারা হ্যাকারের বুকে ডুকে পরে
আরো কিছু পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে অন্য কোন দিন পক পক করব
আপনারা কখনো নিজেদের নাম ফোন নাম্বার ইত্যাদি ব্যবহার করবেন যদি ব্যবহার করেন তাহলে তার পরিপূরক কিছু ব্যবহার করেন যেমন
nameApnarNam
নামের সাথে কিছু স্পেশাল সিম্বল ব্যবহার করতে পারেন
@Apnar$Name@$
আপনার নামকে উল্টাভাবে ব্যবহার করতে পারেন
abc কে cba
আপনার ফোন নাম্বারের প্রতিটি অংক পর পর একটা গুপন নাম্বার ব্যবহার করতে পারেন
01945511254, 001090405050101020504
আপনার ইনফরমেশন ছাড়া সিম্পল কিছু পাস ওয়ার্ড ব্যবহার করতে পারেন
কখন অপরিচিত লিংকে ডুকে ফেইসবুক লগইন করবেন না অন্য কারো ডিবাইসে ফেইসবুক লগইন করবেন না যদি খুব প্রয়োজন হয় তাহলে অবশ্যই পাস ওয়ার্ড সেইভ করবেন না, এবং কুকি ডিলেট করে দিবেন।
এই অধ্যায় শেষ এখন নিজের ঢুল নিজে পিটাব,অন্য কাউকে দিব না, যদি আবার সে ছিরে ফেলে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব আমার সাথে ফেইসবুকে কানেক্ট হতে পারে কাউকে জুলিয়ে রাখব না এটা সিউর, সবাই কে একছেপ্ট করব।
আমি আবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।