সব গুলো ফ্রেন্ড রিকোয়েস্ট একসাথে Accept বা ডিলিট করুন

আসসালামু আলাইকুম

সবাই আশা করি ভাল আছেন। আজকের টিউনটি হচ্ছে কিভাবে সবগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট একসাথে ডিলিট বা একসেপ্ট করবেন।

চলুন শুরু করি

  • প্রথমে ক্রোম ব্রাউজার টা ওপেন করবেন।
  • তারপর সার্চ বক্সে ToolkiT for facebook লিখে সার্চ করবেন এটি ইন্সটল করে বাউজারে এড করে নিবেন।
  • এড হবার পর এটি ব্রাউজার এর রাইট পাশে উপরে শো করবে তারপর আপনার ফেসবুক একাউন্টে লগিন করবেন।
  • তারপর ফ্রেন্ড রিকয়েস্ট লিস্টে ডুকবেন এরপর toolkit for facebook ওপেন করবেন
  • এখানে accept or reject all friend requests at once নামে একটা অপশন পাবেন, ক্লিক করবেন
  • তারপর রিজেক্ট করতে চাইলে রিজেক্টে ক্লিক করবেন আর একচেপ্ট করতে চাইলে accept এ ক্লিক করবেন

কাজ শেষ- যাদের বুঝতে প্রবলেম হবে ভিডিও টিউটোরিয়াল টি দেখবেন

একটা একটা করে ডিলিট বা একসেপ্ট করতে সবারই বিরক্ত লাগার কথা তাই এক ক্লিকে কিভাবে কাজটা করবেন সেটা দেখালাম, খুব সহজ টিউনটি কেমন হয়েছে জানাবেন- আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখার পর বুঝতে প্রবলেম হবে না, তারপরেও যদি কারো প্রবলেম হয় জানাবেন, সমাধান দেয়ার চেষ্টা করবো।

Level 0

আমি এব্লুম রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস