ফেসবুক! বর্তমান যুগের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম! আর আমরা প্রতিনিয়তই ফেসবুকে বিভিন্ন ধরণের পরিবর্তন, নিত্য নতুন ফিচার দেখতে পাই। ঠিক এমনই ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছুদিন ধরেই On This Day ফিল্টারে তাদের ইউজারদের পুরোনো টিউনগুলো কে আবারো তাদের সামনে হাজির করা শুরু করেছে।
এই ফিল্টারের সাহায্যে বিগত বছরগুলোর ওই দিনে ইউজারের ফটো এবং টিউনগুলোকে আবারো হাজির করে তাদের পুরোনো কোনো স্মৃতিকে আবারো মনে করিয়ে দিচ্ছে ফেসবুক। মূলত নির্দিষ্ট দিনে বিগত বছরগুলোতে ফেলে আসা সুখের স্মৃতিকে আবারো পুনরজ্জিত করার লক্ষ্যেই ফেসবুক এই ফিচারটি চালু করেছে।
কিন্তু এই ফিচারটি সব সময় তার কাজটি করতে পারে না। কারণ অনেক সময় আমাদের কাছে এমন এমন পুরোনো টিউন বা পুরোনো ফটো ফিরে আসে যেগুলোকে আমরা মনে করতে চাই না, যেমন কারো ব্রেকআপের টিউন বা ফটো, কোনো প্রিয়জনের পরলোক গমন জাতীয় টিউন বা ফটো ইত্যাদি।
এই সমস্যার থেকে মুক্তির জন্য এই শুক্রবার (পহেলা সেপ্টেম্বর, ২০১৭) থেকে ফেসবুক কিছু নতুন আপডেটের মাধ্যমমে কিছু নতুন পদ্ধতি অনুসরণ করবে। এদের মধ্যে একটি ফিচার হলো ফেসবুক এবার অটোমেটিক্যালি আপনার রিসেন্ট ফটো এবং টিউনগুলো মাসিক বা পাক্ষিক আকারে সংগ্রহ করবে এবং এগুলোকে পর্যবেক্ষণ করবে।
আরেকটি হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট এবং নিদির্ষ্ট টিউনের লাইকের সংখ্যাকে পর্যবেক্ষণ করবে। আরো একটি ফিচার ফেসবুকে তাদের সামনে আপডেটে আনতে যাচ্ছে যার মাধ্যমে ফেসবুক ইউজারদের শুধুমাত্র সুখের স্মৃতিগুলোকেই রিক্যাপ করবে, দুঃখের মেমোরিগুলোকে রিক্যাপ করবে না।
আগত আপডেটের পর আপানি যখন ফেসবুক চালু করবেন তখন ফেসবুক আপনাকে সারপ্রাইজ দেবার জন্য আপনার অতীতের কিছু ভালো ভালো টিউন এবং ফটোগুলোকে অ্যালবাম আকারে আপনার সামনে উপস্থাপন করবে। যেমন কোথাও বেড়াতে যাওয়ার টিউন, কলেজের গ্রাজুয়েশনের টিউন কিংবা ফ্যামিলি রিইউনিয়নের টিউন ইত্যাদি ভালো ভালো স্মৃতিগুলোকে ফেসবুক On This Day ফিল্টারে উপস্থাপন করবে।
আর সকল ধরণের অতীতের স্মৃতিগুলোর থেকে ভালো ভালো স্মৃতিকে বেছে নেবার জন্য ফেসবুক কিছু “গোপন” এলগোরিদম ব্যবহার করবে। তবে এদের মধ্যে কিছু পদ্ধতি হলো, আপনি যদি আপনার আইডি থেকে কাউকে ব্লগ করে দেন কিংবা কাউকে আনফ্রেন্ড করে দেন তাহলে উক্ত আইডির সাথে আপনার যাবতীয় টিউন এবং ফটোসগুলো On this Day ফিল্টারে আসবে না। এছাড়াও কোনো ইভেন্ট, টিউন কিংবা ফটোতে যদি কোনো ব্যক্তি থাকে যে বর্তমানে মৃত এবং তার যদি ফেসবুকে মেমোরাইডজ একাউন্ট থেকে থাকে তাহলেও ওইসব ইভেন্ট, টিউন এবং ফটোগুলোও On this Day ফিল্টারে আসবে না।
এছাড়াও অতীতের যে সকল টিউনগুলোতে বেশি লাইক এবং বেশি টিউমেন্ট হয়েছে সেগুলোকেও ফেসবুক পুনরায় তার ইউজাদের সামনে হাজির করবে। তবে শুধু বেশি লাইক আর টিউমেন্টযুক্ত টিউন গুলোই নয়, বরং বিগত কয়েক বছর ধরে ফেসবুক তার বিভিন্ন ইউজারদের একাউন্টের উপর বিভিন্ন গবেষনা চালিয়েছে। তবে এবার ফেসবুক তার ইউজারদের কে নতুন কিছু দেবার চেষ্টা করবে।
আর ফেসবুক তার ইউজারদের বিভিন্ন মাইলস্টোন কমপ্লিট করার জন্য নোটিফিকেশন দিবে সামনের আগত আপডেট থেকে। তবে এ কথা সত্য যে, সকল জনপ্রিয় টিউন কিংবা ফটো কোনো ইউজার বার বার দেখতে চান না, আবার অনেক সময় বিভিন্ন দরকারী টিউনে অনেক টিউমেন্ট পড়ে থাকে, সেগুলোকেও অনেক সময় মেমোরীতে ফিল্টার করা হতে পারে।
যেমন মেডিক্যাল ইমার্জেন্সি জাতীয় কোনো টিউনে বেশি সংখ্যক শেয়ার এবং টিউমেন্ট আসতেই পারে, তাই বলে এই জাতীয় টিউনকে সামনের কোনো বছরে মেমোরী হিসেবে কোনো ইউজারই দেখতে চাইবেন না। এই জাতীয় বিভিন্ন সমস্যার কারণে কিছু দিন আগে ফেসবুক “রিএকশন” ফিচারটি তাদের ইউজারদের জন্য নিয়ে আসে।
রিএকশন ফিচারের মাধ্যমে এখন ফেসবুকে লাইক বাটনের পাশাপাশি বিভিন্ন ধাঁচের ইমোজির রিএক্ট দেওয়া যাচ্ছে। রিএকশন ফিচারের মাধ্যমে ফেসবুক তার মেমোরী ফিল্টারকে আরো কার্যকরী করার চেষ্টা চালাচ্ছে। যেমন যেসকল টিউনে বেশি Sad কিংবা Angry রিএক্ট পড়ছে সেগুলোকে ফেসবুক স্মৃতি হিসেবে সংস্করণ করছে না এবং এই জাতীয় টিউন/ইভেন্ট/ফটোগুলো On This Day ফিল্টারে আসবে না।
তবে সকল ভালো মেমোরী যে পরে খারাপ কিংবা দুঃখের স্মৃতিতে পরিণত হয়েছে কিনা তা কিন্তু ফেসবুক জানছে না, তাই বলা যায় কোনো কিছুই ১০০% সঠিক নয়। তবে ফেসবুক তাদের ইউজারদের কাছ থেকে পাওয়া মেমোরী ফিডব্যাকগুলোকে গুরুর্ত্বের সাথে দেখছে এবং ফেসবুকে মেমোরী ফিচার কে আরো সমৃদ্ধ করা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!