একটি ক্লিক এর মাধ্যমে সকল ফেসবুক Friend কে আপনার Page এ লাইক করার জন্য Invite করুন

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমি টেকটিউনস এর সাথে অনেকদিন ধরেই আছি,কিন্তু কখনো টিউন করা হয়নি। আজকে হঠাৎ মন চাইল তাই একটি একাউন্ট করে নিলাম। প্রথম টিউন হিসেবে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের টিউনের বিষয় হল একটি ক্লিক এর মাধ্যমে সকল ফেসবুক Friend কে আপনার Page এ লাইক করার জন্য Invite করুন। কাজটি করার জন্য প্রথমেই চলে যান প্লেস্টোরে এবং ইন্সটল করে নিন  Puffin Web Browser ।

ইন্সটল করার পর সেটিং থেকে ডেস্কটপ মোডে যান। তারপর আপনার Page এ চলে যান, এবং ইস্ক্রিনসট এ দেখানো আইকনে ক্লিক করুন।

আইকনটিতে ক্লিক করার পর অনেকগুলি ট্যাব দেখতে পাবেন, সেখান থেকে Bookmark ট্যাব এ ক্লিক করুন এবং যেকোনো একটি ট্যাবকে ইডিট করুন। ইডিট করার সময় Name এ আপনার ইচ্ছামত একটি নাম দিন। নিচের ইস্ক্রিনসটে খেয়াল করুন আমি নামটি Invite Page দিয়েছি।এবং Url বক্সে নিচের স্ক্রিপটি বসান এবং সেইভ করুন।

বুকমার্কটি করা হয়ে গেলে এবার আপনি আপনার পেইজে চলে যান এবং Invite Friends এ ক্লিক করুন।

Invite Friends  এ ক্লিক করার পর স্ক্রিনসটে দেখানো আইকনে আবার ক্লিক করুন, তারপর বুকমার্ক ট্যাবে ক্লিক করুন।

এবং সর্বশেষে আপনি যেই বুকমার্কটি এডিট করেছিলেন সেটিতে ক্লিক করুন।

এবার দেখুন সকল ফ্রেন্ড ইনভাইট হয়ে গিয়েছে।

ধন্যবাদ টিউনটি দেখার জন্য। যদি কোনো ভুল থাকে ভুলগুলি ধরিয়ে দেবেন যাতে করে পরবর্তী টিউনে কোনো ভুল না হয়।টিউনটি বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিও টিউনটি দেখতে পারেন

Level 0

আমি King Nazmul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আলআমিন রহমান,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।