‘অনুগ্রহ করে আপনার ম্যসেঞ্জারের বন্ধুদের বলুন যেন তারা এই ব্যক্তির বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ না করে। তিনি একজন হ্যাকার ও তিনি আপনার ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত আছেন। আপনার ফেসবুক বন্ধুদের কেউ যদি এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে। তাহলে তাঁর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যাবে। আপনার বন্ধুকে এই খবরটি জানিয়ে দিন’ -এমনই একটি সতর্কবার্তা ছড়িয়ে পড়ছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। সতর্কবার্তায় উল্লিখিত ওই ফেসবুক প্রোফাইলের নাম জাইডেন কে স্মিথ।
তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বার্তাটি নাকি একেবারেই জাল। আর জাইডেন কে স্মিথ নামে ওই ব্যক্তির নাকি অস্তিত্বই নেই। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দেওয়া হয়েছে এ তথ্য।
টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, জাইডেন কে স্মিথ নামের ওই কথিত হ্যাকারের কাছে কারো ফেসবুক প্রোফাইলের তথ্য আছে, এমনটি বিশ্বাসের কোনো যৌক্তিকতা নেই। কীভাবে শুধু বন্ধুত্বের প্রস্তাব গ্রহণের মাধ্যমে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যেতে পারে?
এদিকে, ম্যাসেঞ্জারে ওই বার্তা পাওয়ার পর অনেকেই তা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিচ্ছেন। কিন্তু এটাও ভেবে দেখা উচিত, শুধু স্মিথ কেন, কোনো ফেসবুক ব্যবহারকারীই গণহারে বন্ধুত্বের প্রস্তাব পাঠাতে পারে না। এটা ফেসবুকের নীতিবিরোধী।
ফেসবুকে মাঝে-মধ্যেই এমন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এমন একটি তথ্য হলো, ফেসবুক ব্যবহারের জন্য আপনাকে টাকা দিতে হবে, যদি না আপনি বিনামূল্যে এটি ব্যবহারের জন্য আবেদন করেন।
আমি রাইয়ান খান নিলয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে কিছুই বলতে পারবো না । নিজে বারবার চেন্জ হয়ে যাই । ছোটবেলায় মানুষ দেখলে বলতো ছেলেটা খুব কিউট । বড় হলে খুবই নম্র আর ভদ্র হবে । যখন আরেকটু বড় হলাম তখন লোকে বলতো ছেলেটার খুব বুদ্ধি আছে । বড় হয়ে খুব জ্ঞানী হবে । তারপর যখন আরেকটু...