নিজেই তৈরী করুন ফেসবুক প্রোফাইল পিকচার ফ্রেম সাথে ভিডিও টিউটোরিয়াল।

সবাই ভাল আছেন তো? আশা করি সবাই ভাল আছেন। দীর্ঘ দিন পার আবার ফিরে এলাম টেকটিউনসে। এটা আমার 68 তম টিউনে সবাই কে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের বিষয়। বন্ধুরা আজকের মূল বিষয় কি ভাবে ফেসবুক প্রফােইল পিকচার ফ্রেম তৈরী করবেন ভিডিও টিউটোরিয়াল সহ টিউনে প্রকাশ করাম বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

কি ভাবে তৈরী করবে

1. ফটোশপের যে কোন ভার্ষন ওপেন করুন

2. ফাইল মেনু থেকে নিউ তে ক্লিক করুন এবং সিক্সেল সিলেক্ট করে 3000 পিক্নেস 3000 পিক্সেল রেজুলেশন দিবেন 300  এবার ওকে করে করে  ফাইল ওপেন করুন ঠিক নিচের চিত্রের মত।

3. এবার কাঙ্খিত সকল লেখা অথবা পিকচার সংযোজন করে  সুন্দর করে ডিজাইন করুন। ডিজইন শেষ হলে এবার সেভ করুন

4. ফাইল মেনুতে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করুন

5. মনে রাখতে হবে  এখান থেকে PNG ফরমেটে সেভ করতে হবে তা না হলে হবে না।

6. ফ্রেম আপলোড করার জন্য এই লিংকে প্রবেশ করতে হবে। পরবর্তী ধাপগুলো। নিজ থেকে ভিডিও দেখে অনুসরন করুন।

ফেসবুকে আমি। সবাই ভাল থাকবেন।

মেতে উঠুন প্রযুক্তির সুরে

টেকটিউনস

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.muftimahbub.com সাইটটি ভিডিট করতে পারেন। আশা করা যায় ইসলামের পথে চলতে আপনার সহায়তা করবে।