টেকটিউনস নিউজ ডেস্ক: কিছুদিন পরই ফেসবুক নিউজ ফিডে কিছু পরিবর্তন লক্ষ্যনীয় হবে।ফেসবুকের হোমপেজে বা নিউজ ফিডে বিভিন্ন ওয়েবসাইট এর লিংক বিশেষ করে অনলাইন সংবাদ পত্রের লিংক অনেক বেশী পরিমাণে দেখা যায়।তবে এবার থেকে কেবল সেই ওয়েবসাইট এর লিংক আগে আসবে;যেসব সাইটের লোডিং হবে দ্রুত। এতে করে সাধারণ ফেসবুক ব্যবহারকারীকে কোনো সাইটে প্রবেশ করতে এবং সংগতিপূর্ন তথ্য সহজেই পড়তে বেশী সময় ও কষ্ট লাগবে না।
ফেসবুক নিউজ ফিডে ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য ফেসবুক এমন একটি আপডেট আনবে বলে ঘোষনা দেয়।ফেসবুক এর মোবাইল অ্যাপ- ব্যবহারকারীকে আরও বেশী করে সেই সব স্টোরিস বা লিংক দেখাবে যেগুলো লোডিং হতে বেশী সময় নেয় না। অন্যদিকে যেসব ওয়েবসাইট লোডিং হতে সময় নেয় বেশী সেগুলো ফেসবুক প্রথম পর্যায়ে আনা থেকে বিরত থাকবে।
ফেসবুকের নতুন বিশেষ অলগরিদম ব্যবহার করে টিউন হওয়া প্রতিটি লিংক যাচাই করে দেখবে সেই লিংকের লোডিং স্পীডকে।বেশী সময় নিয়ে লোড হয়; এমন ওয়েবসাইট নিউজ ফিডে নিচের অবস্হানে থাকবে।এতে করে ব্যবহারকারী সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো আগে দেখতে পারবে।
এটা ফেসবুকে ব্যবহারকারীকে বিভিন্ন সমসাময়িক ঘটনার জন্য বিভিন্ন বিষয়বস্তু পেতে সহযোগিতা করবে;যখন কেউ একটি মোবাইল ডিভাইসের মাধ্যমে নিউজ ফিডে কোন লিঙ্কটি ক্লিক করবে তখন।ফেসবুক তাদের সিস্টেম এর মাধ্যমে নির্দিষ্ট সময়সীমা এবং ব্যবহারকারীর ডাটা স্পীড এর ওপর নির্ভর করে ওয়েবসাইটের গতি পরীক্ষা করবে। সুতরাং অবাঞ্চিত জাভাস্ক্রিপ্ট, বিজ্ঞাপনে ভরা সাইট নিউজ ফিডে পিছিয়ে থাকবে।
ব্যবহারকারীরা যেন সবসময় প্রাসঙ্গিক ফলাফল তাদের নিউজ ফিডে পায়, সে জন্য বিগত কয়েক বছর ধরে ফেসবুক একাউন্টগুলিতে রিসার্স করে আসছে।নতুন আপডেটে তারা মোবাইল ব্যবহারকারী Wifi ব্যবহার করছে না মোবাইল ডাটা ব্যবহার করছে এই সাপেক্ষে নিউজ ফিডে স্টোরিস/post প্রদর্শন করাবে। যেমন : ব্যবহারকারীর ইন্টারনেটের গতি যদি কম হয়; তবে নিউজ ফিডে ভিডিও টিউন কম দেখিয়ে লিংক ও সাধারন টিউন বেশী দেখানো হবে।
অবশেষে নতুন নিউজ ফিড অলগরিদম এর মাধ্যমে ফেসবুক সেইসব ব্যবহারকারীদের সমাধান দিল; যারা স্লো লোডিং পেজ,বিজ্ঞাপন,ভাইরাস এর জন্য এসব লিংকে ক্লিক করতে ভয় পাচ্ছিল।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।