ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটস্যাপের পর স্টোরিজ ফিচারটি ফেইসবুক মোবাইল অ্যাপেও যুক্ত করা হয়েছে।
ফিচারটি ব্যবহারকারীদের মাঝে তেমন সাড়া ফেলতে না পারলেও এবার তা ডেস্কটপে যুক্ত করার কথা বলেছে ফেইসবুক।
নতুন ফিচারটি রাখা হবে হোম পেইজের ওপরের দিকের ডান কোণায়।
যারা ফেইসবুক মোবাইল বা ম্যাসেঞ্জার ব্যবহারে অভ্যস্ত নন তাদের জন্য স্টোরিজ বক্সের মাঝে একটি প্রশ্নবোধক চিহ্ন রাখা হয়েছে।
সেখানে ক্লিক করলে ফেইসবুকের একটি বার্তা দেখা যাবে। বার্তাটিতে লেখা আছে, ‘স্টোরিজ টিউন করার পর তা ২৪ ঘণ্টা পর মুছে যাবে’।
কিন্তু এর বাইরে সেখানে আর কোনো তথ্য দেওয়া নেই।স্টোরিজ ফিচারটি প্রথম জনপ্রিয় হয়ে ওঠে স্ন্যাপচ্যাটের মাধ্যমে। ফেইসবুক তাদের সেই অবদানের কথা স্বীকার করেছে। তবে তারা এটিকে সম্পূর্ণ নকল না বলে সোশ্যাল মিডিয়ার বিবর্তন বলে অবহিত করেছে।
ফিচারটি পর্যায়ক্রমে সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে তা কতটুকু জনপ্রিয়তা লাভ করবে সেটাই এখন দেখার বিষয়।
আমার যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন।এই টিউন টি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন
ভালো লাগলে আমাদের সাইট ঘুরে আস্তে পারেন - Click Here
আমি রোহান আহামেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।