আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিলাহ, আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। মানুষের সমস্যার শেষ নেই। এই তো কয়েকদিন আগে আমিই পড়েছিলাম মহা বিপদে। আমার ৪-৫বছরের ফেসবুক একাউন্ট। যেটা আমার লাইফের সাথে একেবারেই জড়িত। কারণ সেখানে রয়েছে আমার এক্টিভ ফলোয়ার ফ্রেন্ড। তাছাড়া ঐ আইডির কিছু হলে আমার বিশাল বড় একটা গ্রুপও হারিয়ে যাবে। বিগত কয়েকদিন আগেই আমার ফেসবুক একাউন্ট টা লক করে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।
অপরাধ?? আমি ফেসবুকের নিয়ম বহির্ভুত এক ওয়েবসাইটে লগিন করেছিলাম। কোনো এক বিশেষ কারণে। ফেসবুকের ধারণা আমার ফেসবুক একাউন্ট হ্যাকারদের হাতে চলে গেছে। এই ধারণার কারণে আমার ফেসবুক একাউন্ট লক করে দেয়। আর চেয়ে বসে nid কার্ড।
কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনও আমার nid কার্ড হাতে পাই নি। ভাবলাম নকল একটা বানিয়ে হলেও সাবমিট করবো। কারণ আমার nid নাম্বার আমার জানা আছে। শুধু হাতে পাই নি। কিন্তু যখনই nid আপলোড করার জন্য কন্টিনিউ এ ক্লিক করলাম। তখন মনে হল আমার মাথার উপর আকাশ ভেংগে পড়লো।
অন্তত একবার তো আপ্লোড দিতে দিবে নাকি। নিজেকে ক্ষমা করতে পারতেছিলাম না। কারণ যত বারই continue এ ক্লিক করতেছিলাম ঠিক ততবারই এমন লেখা দেখাচ্ছিল। এর আগে কয়েকজন ফ্রেন্ড আমার কাছে তাদের আইডির এই সমস্যার জন্য হেল্প চেয়েছিল। কিন্তু আমি তাদের সবাইকেই বলেছি এইটা আমি পারবো না।কারণ সমস্যাটা ফেসবুকের।
একজন লন্ডন থেকে আমার হেল্প চেয়েছিল। তাকেও ফিরিয়ে দিয়েছি। কিছুক্ষণ মোড অফ করে বসে রইলাম। পরে আর কি। পাবো কি না পাবো সেটা ভেবে আমার একটা গোপন ফেসবুক একাউন্ট আছে যেটা আমি চালাই না। নাম সরল। ঐটা দিয়ে আমার গ্রুপে ঢুকে একটা টিউন করে দিলাম যে আমার আগের আইডি টা লক। তাই কারও কিছু বলার থাকলে এই আইডিতে নক করুন।
যাইহোক অন্যদের জন্য হয়ত ট্রাই করেছি। কিন্তু নিজের জন্য তো মনে প্রাণে চেষ্টা করতেছিলাম। যত উপায় জানি সবগুলো এপ্লাই করার চেষ্টা করলাম। এরপর একটা অজানা উপায়ে চেষ্টা করে সফল হলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই সমাধান আপনি ইউটিউব বা গুগলে যতই ট্রাই করেন। আমার মনে হয় পাবেন না।
আর আমি বলবো সবার একাউন্টে নিচের জিনিসগুলো এড করে নিন... তাহলে ভবিষ্যতে এই ধরণের সমস্যায় পড়লেও আপনি আপনার আইডি ফেরত পেতে পারেন। এমন কি আপনার আইডির জন্য nid কার্ডও সাবমিট করতে হবে না।কিন্তু যদি এগুলো এড না করেন তাহলে আপনি আইডি nid কার্ড ছাড়া ফেরত পাওয়ার সম্ভাবনা ৫০%। মানে ফেসবুক চাইলে দিবে।আর না চাইলে দিবে না।
আপাতত এগুলো এড করে রাখলে আশা করি আপনার একাউন্ট ভবিষ্যতে আর কিছু হবে না। আচ্ছা চলুন দেখি এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। আসলে সমস্যা টা কিন্তু অনেক বড় আর এটা সমাধান ও তাই অতি ক্ষুদ্র। চলুন দেখে নিই।
যদি কারও আইডিতে nid কার্ড সাবমিট করতে গিয়ে THis site is not working http error 500 দেখায়,তার মানে বুঝে নিবেন তারা nid কার্ড ছাড়াই আপনার আইডি ফেরত দিবে। তো এর জন্য আপনার বেশি কিছু করতে হবে না। শুধু আপনার এড্রেস বারে মাউস দিয়ে ক্লিক করুন আর পুনরায় Enter কি তে একটা চাপ দিন তাহলেই দেখুন খেলা শেষ।
এরপর নিচের মত অপশন দেখতে পারবেন...
আমি সাজেস্ট করবো টিউমেন্ট সিলেক্ট করতে। কারণ মেসেজে অনেক সময় ই কিছু অচেনা মানুষ মেসেজ দেয়। যাদের নাম মনে থাকে না। দেখুন না আমি সিলেক্ট করে কি এক বড় ভুল করেছিলাম।
তবে ভয়ের কিছু নেই। ভুল থেকে অনেক সময় ভাল কিছুই হয়। যেমন, টা আমার ক্ষেত্রে হয়েছিল।আরও সহজ অপশন দিলো তখন।
হা হা হা... এত সহজ অপশন দিলে কি আর কিছু লাগে???
তখন মনে হচ্ছিলো পৃথিবীতে মনে হয় আমার থেকে আর কেউ এত খুশি নেই। ঈদের দিনের মত আনন্দ লাগতেছিলো। কিন্তু continue চাপার পরই যা হল...
এটা দেখে কলিজার ভিতর হালকা আঘাত লাগলো। কিন্তু আমার তীব্র বিশ্বাস আইডি ইনশাআল্লাহ ফেরত পাবোই। আর এই সমস্যার সমাধান তো একটু আগেই করলাম। যে এরর দেখাইলেই এড্রেস বারে যেতে হবে আর বার এন্টার দিতে হবে। তাই আবার এন্টার দিলাম। দেখলাম সিকিউরিটি কোড টা আবার চাচ্ছে যেটা আমাকে তারা মোবাইলে দিয়েছিল। এটা দিয়ে আবার দিলাম।
আবার এরর। পরে আবার এন্টার দিলাম। এরপর মনে হল এক কাজ করে দেখি। সিকিউরিটি কোড টা রি-সেন্ড করি। তো আবার রি-সেন্ড করলাম। এরপর যেই কোড টা আসলো ঐ কোড টা দিলাম। আর আল্লাহর অশেষ রহমতে আমার আইডিতে ফিরে আসলাম। তবে এরপর ও বেশ কিছু জিনিস আপনাকে দেখাবে যেমন,প্রথমেই আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে।এরপর কিছু টিউন দেখাবে সেগুলোর লাইক আপনি দিয়েছেন কি না সেটা জিজ্ঞাসা করবে। সব skip করে দিন।
এভাবে সবকিছু করা শেষ হলে go to newsfeed এ ক্লিক করলেই আপনার একাউন্টে চলে যাবে।
আলহামদুলিল্লাহ, এভাবেই ফিরে পেয়েছি আমার ফেসবুক একাউন্ট টি। আপনারা জানেন না কত টুকু রিস্ক নিয়ে আমি এই পুরো কাজ টুকু ভিডীও করেছি। আমি একবার যখন এরর পেইজের পর এরকম একটা অপশন পাই। তখন সবার উপকারের কথা ভেবে আবার প্রথম থেকে লগিন করি। এবং পুরো কাজ টা ভিডীও রেকর্ড করি। তাই যদি আপনাদের সামান্যও ভাল লেগে থাকে আমার এই টিউন তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা টিউমেন্ট করবেন।
আর ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কারণ এই সমস্যাটা আপনার বা আপনার ফ্রেন্ডের জন্যও অপেক্ষা করতেছে। আর ভিডিও টিউটোরিয়াল এখনো রেন্ডারিং করা হয় নি। তাই রেন্ডারিং করে পরে এড করে দিবো শিগ্রই। যদি উপরের টুকু বুঝে না থাকেন তাহলে ভিডিও দেখবেন।
তাই আজকের মত এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ, আগামী শনিবার এ।অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।পরিশেষে, ভাল থাকুন,সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন।
আল্লাহ হাফিজ।
ভিডিওঃ coming soon...
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
ভাল লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।