আপনার FaceBook Post এ এবার হবে রিএকশন (LOVE,HAHA,WOW) এর বণ্যা আনলিমিটেড REACT নিয়ে নিন মুহূর্তেই

ফেসবুকে অটো লাইক নেয়ার সিস্টেম তো কতই দেখেছেন। কিন্তু আনলিমিটেড অটো রিএকশন নেয়ার সিস্টেম কি জানা আছে আপনাদের কারো? আমি শিওর আপনারা কেউ জানেন না এই সুন্দর ট্রিক টি। তাইতো আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের নতুন কিছু উপহার দেয়ার আশায়।

অনেক সুন্দর একটা টিউন দিলেন ফেসবুকে কিন্তু লাইক বা রিএকশনই পেলেন না ঠিক মত। মন খারাপ হবারই কথা। মন খারাপ করার কিছু নাই। আপনাদের আজ এমন একটা সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক টিউনে অসংখ্য লাইক, হাহা, এংগ্রি, লাভ এই রিএকশন গুলো নিয়ে চমকে দিতে পারেন আপনার বন্ধুদের।

তো কথা না বাড়িয়ে দেখে ফেলুন আপনাদের জন্য কষ্ট করে বানানো নিচের ভিডিও টি। নিরাশ হবার কিচ্ছু নাই। আমি ডিটেইলসে লিখেও দিচ্ছি কিভাবে কী করবেন। কিন্তু মনে রাখবেন যে চোখে দেখা এক জিনিস আর পড়ে পড়ে শেখা আরেক জিনিস।

কীভাবে করবেন :

প্রথমেই আপনার ফেসবুকের প্রাইভেসি তে যেয়ে Public Post এ যান এবং সব কিছু কে পাবলিক করে দিন। আপনার ফেসবুক আইডী অবশ্যই ১৮+ হতে হবে, না হলে সাল চেঞ্জ করে নিন। এরপর এই ওয়েবসাইটে যেয়ে LOGIN WITH FACEBOOK এ প্রবেশ করেন। তারপর আপনার আইডি লগইন করান। লগ ইন হয়ে গেলে এর পর সম্পুর্ণ কোড কপি করে নিচের বক্সে পেস্ট করেন। তারপর জেনারেট এ ক্লিক করলে দেখবেন আপনার সব টিউন গুলি দেখাবে। সেখান থেকে আপনি যেই টিউনে রি একশন চান সেটার পাশে ক্লিক করুন। এরপর অকে করে দিলেই দেখবেন আপনার অই টিউনে অটো রিএকশন চলে আসছে।

আশা করি বুঝাতে পেরেছি, আর হ্যা এই পদ্ধতি ১০০% বিশুদ্ধ। কোন আইডি হারানোর চান্স নাই। তো আজ এই পর্যন্তই। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি অরণ্য ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইডি বাদ হওয়া কত সহজ সমাধান দিলেন ভাই।