কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর টি টি তে ফিরে এলাম। শিরোনাম দেখে বুজতে পারছেন আজকের আলোচনার বিষয়।
ফেসবুক একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা। বর্তমান বিশ্বের সব দেশে ফেসবুক ব্যবহার করছে। যত দিন যাচ্ছে ততই এর জনপ্রিয়তা বারছে। ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুজে
পাওয়া দুষ্কর।
বর্তমানে ফেসবুক ট্যাগ নিয়ে বেশ ঝামেলায় পরতে হয় যেমন বন্ধুরা আমাকে তাদের ইচ্ছা মত ছবি কিংবা কোর ভিডিও ট্যাগের মাধ্যমে আমার টাইমলাইনে যোগ করে। এটা একটা বেশ ঝামেলার কার যে ছবি বা ভিডিওটি আমাকে ট্যাক করবে সেটার কারনে আমার টিউন প্রথম থেকে 2য় স্টেপে যাবে এবং যে ভিডিও অথবা ছিবি আমাকে ট্যাক করবে সেটা হয়ত আমার পছন্দ হবে না।
আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের মাঝে অনেকেই এই ট্যাগিং অপসনটি বন্ধ করে রাখেন। যারা যানেন না আসলে তাদের জন্যই আজকের এই টিউন। চলুন দেখা যাক কি ভাবে এই ট্যাগিং অপসনটি আনাবেল করব।
বন্ধরা এই ভিডিও টিউটোরিয়াল টি দেখে সেটিং করুন। ভিডিওটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন। ভাল লাগলে আমার চ্যানেলটি সাবক্রাইব করুন।
ধন্যবান সবাই ভাল থাকবন। ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।