আপনার ওয়েব সাইটের ভিজিটর এবং পন্যের প্রচার করা নিয়ে ভাবছেন তাহলে এই টিউনটি আপনার জন্যই / Facebook এবং Techtunes

হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনার সাইটে প্রচুর পরিমান ভিজিটর পাবেন। আমারা সাধারণত ফ্রী মার্কেটিং করে অনেক ভিজিটর নিয়ে আসতে পারতাম তবে, বর্তমানে ফ্রী মার্কেটিং করে  ভিজিটর নিয়ে আসা অনেক কঠিন কাজ। ফেসবুকে ফ্রী মার্কেটিং করতে গেলে বেশির ভাগ সময় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় এবং ওয়েবসাইট  ব্লক করে দেয় ফেসবুক, পরবর্তীতে ঐ  সাইট  ফেসবুকে আর টিউন নেয় না,একই রকম অন্য সাইটে কাজ করতে গেলে সমস্যা হয় যেমন ঃ Twitter, Google plus, Youtube, VK, Linkdin সহ আরও অনেক সাইট ফ্রী মার্কেটিং করাই যায় না। আমার কথা হচ্ছে যদি কিছু টাকা দিয়ে যদি টেনশন ছাড়া ভিজিটর পাই এবং আমাদের পণ্য বিক্রয় হয় তাহলে invest করলে ক্ষতি কি।

প্রয়োজনীয় দিক

Paid মার্কেটিং এর জন্য কিছু দিক চিন্তা করতে হবে,সেইটা হচ্ছে আপনে কোন  দেশের ভিজিটর চান  এবং কোন দেশে কোন ওয়েব সাইট বেশি Popular, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত ওয়েবসাইট ফেসবুক এবং টেকটিউনস । আমি মনে করি টেকটিউনস এবং ফেসবুকে যদি বিজ্ঞাপন দেন তাহলে আপনার পণ্য বিক্রয় হবেই।

Paid মার্কেটিং সমস্যা

টেকটিউনসে  বিজ্ঞাপন দেয়া কোন সমস্যা নাই শুধু তাদের Support এ যোগাযোগ করলেই আপনে বিজ্ঞাপন দিতে পারবেন। কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন সবাই দিতে পারে না কারন, ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে আপনার নামে Master card এবং ঐ নামে  ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হবে। অথবা আপনে Paypal দিয়ে দিতে পারবেন।

বিজ্ঞাপনের জন্য টেকটিউনসের যোগাযোগের লিঙ্ক দিলাম এখানে ক্লিক করুন

ফেসবুকে বিজ্ঞাপন দেয়ার জন্য আমরা আপনাকে সাহায্য করছি। আপনার Facebook Page এ প্রচুর লাইক বাড়াতে পারবেন। Post Boost করতে পারবেন। এ প্রক্রিয়ায় আপনি বিভিন্ন Products বিক্রি করতে পারবেন। আপনার Business,আপনার Life style,আপনার প্রতিভা বা Extra Curricular Activity সম্পর্কিত যে কোন তথ্য, সংবাদ এক মুহুরতেই আপনার লক্ষ লক্ষ Fans দের কাছে পৌঁছে দিতে পারবেন।

(A) ডলার $ প্যাকেজঃ (এই প্যাকেজে আপনি সর্ব নিন্ম ৫ ডলার থেকে শুরু করে ১০০০ + ডলার পর্যন্ত একসাথে বিজ্ঞাপন দিতে পারবেন। আপনি যত $ ডলার এর বিজ্ঞাপন করবেন নিচের Rate আনুসারে তত টাকা পাঠাবেন।) ✔আমরা প্রতি 1$ {(ডলার) ($ = ৮৫) +(bKash or Any other Payment Receiving Cost)} = ৮০ Tk নিয়ে থাকি। ✔যদি কেউ মাসে $500 ডলার এর বেশী বিজ্ঞাপন করেন তবে আপনার জন্য প্রতি 1$ = ৮০ Tk নিয়ে থাকি। ✔যদি কেউ মাসে $ 1000 ডলার এর বেশী বিজ্ঞাপন করেন তবে আপনার জন্য প্রতি 1$ = 78 Tk নিয়ে থাকি।

বিঃদ্রঃ- এই প্যাকেজ এ বিজ্ঞাপন দিলে আপনার কত $ ডলার এ বা কত সেন্ট এ- Paid Reach বা ইম্প্রেশন কত পাচ্ছেন…? Post Click বা লাইক কতটি পাচ্ছেন…? FB Page এ লাইক কতটি পাচ্ছেন…? Website এ Visitor কত গুলো পাচ্ছেন…? তার বিস্তারিত রিপোর্ট প্রতি মুহুর্তে Facebook আমাদের প্রদান করবেন যা আপনিও দেখতে পাবেন।

Level 0

আমি রনি রিমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।