যেদিন হার্ভার্ডে চান্স পেলেন মার্ক [ভিডিও]

পনেরো বছর আগের একটি পারিবারিক ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন মার্ক জাকারবার্গ। দিনটি ছিল তার বিশেষ করে বাবা এডোয়ার্ড জাকারবার্গের জন্য অত্যন্ত আনন্দের। কিন্তু মার্কের জন্য কতোটা আনন্দের সেটা বলা মুশকিল। কারণ তার অনুভূতি প্রকাশের ভঙ্গিটা ছিল বেশ শীতল।

ওই দিনই মার্ক জানতে পারেন তার হার্ভার্ডে পড়ার সুযোগ হয়েছে। সেই মুহূর্তটিকে ক্যামেরায় ধারণ করেছিলেন বাবা। মার্ক তখন তার নিজের ঘরে কম্পিউটার নিয়ে ব্যস্ত আর পাশেই বিমর্ষ মুখে বসে আছে পোষা কুকুরটি।

দৃশ্যতে বাপ-ছেলের কথপোকথনে বুঝা যাচ্ছে, কিশোর মার্ককে হার্ভার্ড থেকে আসা ই-মেলইটি খুলতে বলছেন বাবা। মার্ক সেটা খুলতেই বুঝতে পারলেন তার সুযোগ হয়ে গেছে। কিন্তু অনুভূতিটা ছিল মাত্র একটা শব্দে “ইয়ে (Yay)”। একটুকুই শেষ! আর বাবা তখন চিৎকার করে উল্লাস করছেন।

অবশ্য মার্কও বেশিদিন হার্ভার্ডে পড়েননি। ফেসবুক তৈরির কাজে মনোনিবেশ করতে গিয়ে ২০০৪ সালে পড়াশোনা ছেড়ে দেন। যেটি এখন বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি এখন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী, সম্পদের পরিমান ৫ হাজার ৬০০ কোটি ডলার।

এই ভিডিওটি প্রকাশের সাথে মার্ক জাকারবার্গ লিখেছেন, আমি কলেজে যাওয়ার আগে মা বলতেন আমি পড়াশোনা ছেড়ে দিব নিশ্চিত। আর আমার ছোট বোনটি বলতো, সে আমার আগে কলেজ শেষ করবে। আমি বাজি ধরে তাদের বলেছিলাম, একটা ডিগ্রি আমি পাবোই। এখন আমার মনে হচ্ছে, কাজটা শেষ হলো!

আগামী সপ্তাহেই মার্ককে সম্মানসূচক ডিগ্রি দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সূত্র: বণিক বার্তা

My dad took this video when I got accepted to Harvard. Next week I'm going back for commencement to get my degree. #tbt

Posted by Mark Zuckerberg on Thursday, May 18, 2017

Level 0

আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস