হোয়াটস অ্যাপ অধিগ্রহণের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য দেয়ার দায়ে ফেসবুককে ৯ কোটি ৪০ লাখ পাউন্ড জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মূলত ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতার নীতি মেনে চলার বাধ্যবাধকতা বিষয়ে অন্যদের সতর্ক করতেই ফেসবুককে এই জরিমানা করেছে।
২০১৪ সালে হোয়াটস অ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। ওই সময় জানানো হয়েছিল, দুটি প্ল্যাটফর্মের ইউজার অ্যাকাউন্ট কোনোভাবেই সম্পর্কযুক্ত (লিংক) করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
তদন্তে কমিশন জানতে পেরেছে, হোয়াটস অ্যাপে ব্যবহৃত ফোন নম্বরের সাথে ফেসবুকের ইউজার আইডি লিংক করার কৌশল আছে। আর এটি হোয়াটস অ্যাপ অধিগ্রহণের সময় থেকেই ফেসবুকের কর্মীরা জানতেন। কিন্তু ফেসবুকের পক্ষ থেকে অধিগ্রহণের যে গণবিজ্ঞপ্তি দেয়া হয় তার সাথে সাংঘর্ষিক।
তবে ফেসবুক এক বিবৃতিতে বলেছে, তাদের এই ভুল উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।
অবশ্য তাতেও ইউরোপীয় কমিশন এই তদন্ত থেকে পিছপা হবে না বলে জানিয়ে দিয়েছে।
জরিমানার অংকটি দ্বিগুণ হতে পারতো। কারণ কোনো কোম্পানি বাজার প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করলে বাৎসরিক টার্নওভারের এক শতাংশ পর্যন্ত জরিমানা করা যায়। ২০১৪ সালে ফেসবুকের টার্নওভার ছিল ২৭ কোটি ৬০ লাখ ডলার বা ২১ কোটি ১০ লাখ পাউন্ড। তবে তদন্তে সহযোগিতা করায় ফেসবুককে কিছুটা ছাড় দেয়া দিয়েছে ইউরোপীয় কমিশন।
ইউরোপজুড়েই ফেসবুকের বিরুদ্ধে তদন্ত চলছে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে জার্মানিতে অ্যান্টি ট্রাস্ট তদন্ত চলছে। এছাড়া বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং স্পেনেও চলছে তদন্ত।
বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়ায় গত মঙ্গলবার (১৬ মে) ফেসবুককে ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করেছে ফ্রান্স।
সূত্র: বণিক বার্তা , গার্ডিয়ান
আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।