বন্ধুরা, ফেইসবুক থেকে ভিডিও ডাউনলোড করা তেমন জটিল কিছুনা। কারণ কোনো প্রকার সফটওয়্যার, এপপ্স বা ডাউনলোডার ছাড়াই ফেইসবুক এর ভিডিও খুব সহজেই ডাউনলোড করা যায় এবং কোয়ালিটিও একদম সমান থাকে।
ফেইসবুক এর ভিডিও ডাউনলোড করার জন্যও প্রথমে আপনাকে ভিডিওটি ওপেন করতে হবে ফেইসবুক থেকে তারপর ভিডিওর মাঝখানে রাইট ক্লিক করলে দেখবেন ৩ টি অপসন আসবে। এই ৩টি অপসন এর মধ্যে লাস্ট অপশনটি হলো শো ইউআরএল। এই শো ইউআরএল থেকে আপনি ভিডিও লিংকটি কপি করে নিবেন। তারপর নতুন ট্যাব এ লিংকটি দিয়ে এন্টার দিবেন। লিংক http://www.facebook.com তারপর ভিডিও লিংকটি থাকবে। আপনারা www এই তা কেটে m.facebook দিয়ে এন্টার দিবেন। তারপর দেখবেন লোডিং হয়ে পেজটি অন্যরকম হয়ে আসবে। এখন থেকে ভিডিওটি ওপেন করে রাইট ক্লিক করলেই সেভ এস ভিডিও অপশন পেয়ে যাবেন। এখন থেকে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন।
বন্ধুরা যারা টিউনটি ভিডিওতে দেখতে চান নিচে আমার ভিডিও লিংক দেয়া আছে দেখে নিতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।