আপনার Facebook এর Profile Name ৬০ দিনের আগে পরিবর্তন না হলে কি করবেন ?

How To Change Your Facebook Profile Name Before 60 Days

হ্যালো viewers,

কেমন আছেন সবাই ! তো আজ আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হল,আপনার Facebook এর Profile Name ৬০ দিনের আগে পরিবর্তন না হলে কি করবেন ? আমরা সাধারনত দেখি যে, আমরা যখন Facebook এর Profile Name পরিবর্তন করি,তো ৬০ দিনের আগে আর আমরা Name পরিবর্তন করতে পানি না। এখন যদি কোন দরকারে আমরা নাম পরিবর্তন করতে ও চাই কিন্তু পারছি না। তখন আপনাদের যা করতে হবেঃ

  • ১. প্রথমে আপনার Facebook Id টি  Log In  করুন এবং Facebook settings এ চলে যান
  • ২. তারপর General এ গিয়ে Name  এ click করুন
  • ৩ . তারপর edit এ click করে learn more এ click করুন

  • 4. learn more এ click করার পর একটু নিচে গিয়ে Please Let us know তে click করুন
  • ৫. ক্লিক করার পর আপনার সামনে একটি Form আসবে,আপনাকে just Form টি পূরন করতে হবে ওখানে,আপনার first name,last name এবং যে কারনে নাম পরিবর্তন করতে চান (Others) তা দিবেন
  • ৬. এবং সবার শেষে আপনার Facebook Profile এর একটি screenshot  নিয়ে তা upload করতে হবে। upload করে তারপর sand potion এ click করবেন।

আমি আপনাদের সাথে এতক্ষন যা আলোচনা করলাম তা নিচের ভিডিও তেও দেখানো হয়েছে,আপনারা চাইলে নিচের ভিডিও টি ও দেখে নিতে পারেন।আর যদি ভিডিও টি ভাল লাগে তাহলে আমার channel টি subscribe করবেন আর ভিডিওটি Like এবং Share করবেন।

facebook এ আমাদের সাথে থাকতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
https://www.facebook.com/technicalrobin7/

Level 0

আমি মোঃ রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a techtuner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস