হট নিউজ মধ্য রাত হতে 6 ঘন্টা বন্ধ থাকতে পারে ফেসবুক

নমস্কার সবাই ভাল  আছেন তো। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনা ফেসবুক নিয়ে। বিটিআরসির সচিব সারওয়ার আলম জানিয়েছেন  মধ্য রাত হতে 6 ঘন্টা বন্ধ থাকতে পারে ফেসবুক।এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।এদিকে সোবমার ডাক ও টোলযোগাযোগ বিভাগ হতে জানানো হয়েছে  মধ্যরাতে 6 ঘন্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়ে কোন সিন্ধান্ত হয়নি। সংস্থাটির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এখা জানানের হয়।

এর আগে জানা যায় মধ্য রাতে 6 ঘন্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়ে ডাক ও টোলযোগাযোগ বিভাগিকে পিঠি দিয়েছে মন্তিওপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের বিটিআরসি মতামত চেয়েছে। মূলত ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী করতে  এবং এ বিষয়ে তরুন প্রজন্মর আসক্তি কমাতেই সরকার 6 ঘন্টা ফেসবুক বন্ধ রাখার কভা ভাবরছেন। গেলো বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলন ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে।

সেখানেবলা হয় রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যভহারের কারনে শিক্ষার্থী ও তরুন প্রজন্ম কমে যাচ্ছে। নেশায় আসক্তির মতোই তারা এটির ব্যবহার করছে। সে কারনে রাতের বেলায় ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।

ওই সুপারিশের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিযোগাযোগ বিভাগকে  চিঠি দেয়া হয়। ওই চিঠিতে রাত 12 টা থেকে 6 ঘন্টা ফেসবুক বন্ধ রাখার কথা বলা হয়েছে।  মন্ত্রিপরিষধ ভিভাগের চিঠি পাওয়ার পর টেলিযোগাযোগ বিভাগ এই বিষয়ে  বিটিআরসির মতামত চেয়েছে। মতামত পা্রয়ার পরই এই বিষয়ে চুড়ান্ত সিন্ধান্ত নেয়া হবে। আমার মতে রাত 12 টা থেকে 6 ঘন্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়টি চুড়ান্ত সিন্ধান্ত হওয়া উচিৎ।

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।