আস সালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি।
অনেকে আমার টাইটেল দেখে ভেবেছেন যে, আমি গাঁজা খেয়ে নিয়েছি। ভাই আমি জানি ধুমপান সাস্থের জন্য ক্ষতিকর। তাই আমি এই জীবনে কোনোদিন বিড়ি, সিগারেটের মতও কোনো ধুম পান করি নি। তাই নিশ্চিন্তে আমার টিউন অনুসরণ করতে পারেন। অনেকের প্রশ্ন আমি জানি... ভাই আমার আইডি কি হ্যাক হয়ে যাবে??? আমার আইডি কি লক হয়ে যাবে???
ভাই আপনার আইডি হ্যাক হবে না। আর আশা করি লক ও হবে না। কারণ আমি ২০১৪সাল থেকেই এগুলো ইউজ করি। তবে কম কম ইউজ করি। আজ আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার ইউজ করলাম।
আর আপনারা অনেকেই আছেন যারা টেনশন এ আছেন , যে কিভাবে আপনার ফলোয়ার বাড়াবেন, পেইজ লাইক বাড়াবেন??? ইত্যাদি ইত্যাদি। তাদের উদ্দেশ্যে বলছি টেনশনের কিছুই নেই। টেকটিউনসের ধারাবাহিক পর্বে আমি সবই বিস্তারিত আলোচনা করবো। আর আপনারা তো জানেন ই। আমি সব কিছু সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপ্লোড করি।তারপর বিভিন্ন ওয়েবসাইটে। তাই সবার আগে পেতে চাইলে এখনই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আচ্ছা, চলুন কাজের কথা বলি। আমরা যেই ওয়েবসাইট থেকে অটোলাইক নিবো তার নাম m-autoliker.
এই ওয়েবসাইট থেকে আপনি ২০মিনিট পর পর ৩০০+ লাইক নিতে পারবেন। বিশ্বাস হচ্ছে না??? ভিডিও টিউটোরিয়ালে প্রমাণ আছে। প্রয়োজনে সেটা দেখে পরে ট্রাই করুন। আর এই ওয়েবসাইট থেকে আপনি আপনার photo,status আর video তে শুধু লাইক দিতে পারবেন। অন্যগুলো সম্পর্কে ধারাবাহিক টিউনে আলোচনা করবো।
এরপর এই লিংকে যান
9.আমি status liker এ ক্লিক করেছি।এবং একটা স্ট্যাটাসে লাইক দিচ্ছি।
লাইক দেয়ার পর
দেখুন ২০০ এর কাছাকাছি হয়েছে। এইবার একটু কম দিয়েছে। অধিকাংশ সময়ে ৩০০+ পাওয়া যাবে। আবার ২০মিনিট পর পর একই নিয়মে অটোলাইক নেয়া যাবে। auto follower,auto page liker,commenter ইত্যাদি টিপস সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। না করলেও সমস্যা নেই। একটু দেরিতে হলেও সবগুলো পর্ব টেকটিউনসে শেয়ার করা হবে।
যদি টিউন টি কাজ করে এবং আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
ভিডিও ঃ
ভাল থাকুন,সুস্থ থাকুন প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন
আল্লাহ হাফিজ...
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
এভাবে লাইক নেওয়াটা কেমন জানি নিজেকে খুব ছোট মনে হয়, টপিকসটাই লজ্জাজনক মনে হয়-হতে পারে আমার ধারণাটা ভূল-েআমার এই ভুলটি ভাঙ্গিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। অটো লাইক কখন কার্যকরী?