বন্ধুরা,
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি,চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই|
১) প্রথমে আপনাকে আপনার ফেইসবুক একাউন্ট এ লগইন করতে হবে
২) আপনার প্রফাইলে ক্লিক করে হবে
৩) এবার সর্ব প্রথম আমাদেরকে চেক করে দেখতে হবে নন -ফেইসবুক ফ্রেন্ডসরা প্রোফাইলটাকে কিরকম দেখতে পায়।
৪) এর জন্যও আপনাকে একটিভিটি লগ এর পাশে যে ৩টা ... ডট আছে ওখানে ক্লিক করতে হবে.
৫) এরপর ভিউ এস এ ক্লিক করলে একটা পেজ ওপেন হবে ওই পেজে যা শো করবে আপনার নন -ফেইসবুক ফ্রেন্ডসরা আপনার প্রোফাইলটাকে ঠিক ঐরকমই দেখতে পারবে।
৬) এখন আপনি যদি অপমার মেসেজে বাটন তাকে নন -ফেইসবুক ফ্রেন্ডসদেড় জন্যও ডেসিবলে করে দিতে চান তাহলে এবাউট এ ক্লিক করুন।
৭) ওখান থেকে কন্টাক্ট ইনফরমেশন এ ক্লিক করে birth-date এ ক্লিক করুন
৮) birth-date কে আঠারো বছর এর নিচে সেট করে দিন তারপর কনফার্ম বাক্স এ টিক মার্ক করে ok ক্লিক করুন
৯) এবার কাজ হয়েছে কিনা তা চেক করার জন্যও আবার একটিভিটি লগ এর পাশে যে ৩টা ... ডট আছে ওখানে ক্লিক করুন
যদি বুজতে সমস্যা হয় তাহলে এই ভিডিও টি দেখোন এখানে খুব ভালো ভাবে step by step সন্দর করে দেওয়া আছে
এটা আমার প্রথম টিউন ছিলো ভুল ক্রটি হলে সবাই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে 🙂
আমি shajib_mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ম্যাসেজ করুক তবু জন্ম তারিখ ১৮- করুম না ….. হাহাহা