হ্যালো টিউনার'স
আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন এক ট্রিক্স নিয়ে।উপরে হেডলাইন দেখে বুঝে গেছেন হইত।হ্যাঁ আজ আমি আপনাদের সামনে এই ট্রিক্স টি নিয়ে হাজির হয়েছি, তো চলুন শুরু করা যাক।
১।প্রথমে আপনাকে একটি ব্রাউজার থেকে ফেসবুক এ লগিন করতে হবে।আপ্নি যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তবে আমি সাজেস্ট করব ইন্টারনেট এক্সপ্লরার ব্যবহার করার জন্য কারন এতে কোন প্রব্লেম নাই।
২।এরপর আপনি আপনার ফেকবুক প্রোফাইল এ জান।জাওয়ার পর Ctrl+U click করুন।একটি ট্যাব আসবে যেখানে অনেক কোড লিখা দেখতে পারবেন।
৩।এখন আপনি Ctrl+U ক্লিক করুন।এখানে একটি ট্যাব আসবে সার্চ করার জন্য। এখানে আপনি এই লিখাটি পেস্ট করুন। "InitialChatFriendsList"
৪।দেখবেন অনেক গুলা কোড আসবে সেই কোড থেকে আপনি আইডি নাম্বার গুল কে কপি করুন।সবার প্রথমে জেই আইডি থাকবে সেটা হল আপনার সবছেয়ে বেশি ভিসিটর।আর সবার শেষে যে থাকবে সে হল সবচেয়ে কম ভিসিটর। আইডি কপি করার সময় -২,-১,-০ এগুল কপি করবেন না করলে কাজ করবে না।
৫।এই আইডি গুলকে http://facebook,com/Id no এখানে পেস্ট করে এন্টার দিন।
তাহলেই আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন কে সবছেয়ে বেশি আপনার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখে।
আশা করি সবাই বুজতে পেরেছেন।কেউ বুজতে না পারলে নিচের ভিডিও টি দেখতে পারেন।'
কোন সমস্যা হলে টিউমেন্ট এ অবশ্যয় জানাবেন। ধন্যবাদ
আমি appabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।