আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Title দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে ফেসবুকে Single Name এর আইডি খুলবেন কোনো রকম Proxy ব্যবহার না করে।
আমরা সবাই জানি Single নাম এর আইডি খুলতে আইপি বা Proxy Change করা লাগে কিন্তু এই টিউনটির মাধ্যমে আপনে এই গুলো না করেই Single নাম এর আইডি খুলতে পারবেন।
প্রথমে এই লিংক এ যান Enter URL বক্স এ mbasic.facebook.com লিখে Go তে ক্লিক করুন তারপর continue anyway তে ক্লিক করুন এখন আপনে যেই আইডি Single Name করতে চান সেই আইডি লগইন করুন। এখন Settings এ যান তারপর General এ গিয়ে নামে এ ক্লিক করুন তারপর Last নামে কেটে দিন First নামে এ আপনে যেই নাম দিতে চান সেই নাম দিয়ে ওকে করে আপনার ফেসবুক এর Password দিন তারপর Confirm এ ক্লিক করুন দেখবেন Single নামে হয়ে গেসে।
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
https://www.youtube.com/watch?v=CgTS2IRySps
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।
আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরাতন আইডিতে single নাম করবো কেমনে?