ফেসবুক সার্চের কিছু চমৎকার ব্যবহার

'ফেসবুক' কথাটা শুনলেই নিশ্চয়ই মনের মধ্যে 'স্ট্যাটাস','লাইক','টিউমেন্ট','ট্যাগ' এবং 'চেক-ইন' বিষয়গুলোই  আসে, তাই না? কিন্তু শুনে অবাক হতে হবে, ফেসবুক থেকেও এখন প্রায় যেকোনো তথ্য খুব সহজেই খুঁজে বের করতে পারা যায়। হ্যাঁ, ফেসবুক সার্চের কথাই বলা হচ্ছে। আগে এই 'ফেসবুক সার্চ' ফিচারটি খুবই বাজে ফলাফল প্রদর্শন করত। কিন্তু বর্তমানে এটি অবাক করে দেবে। কথা না বাড়িয়ে এই 'ফেসবুক সার্চ' ব্যবহার করে মূলত কী কী কাজ করা সম্ভব সে সম্পর্কে সংক্ষেপে জেনে নেয়া যাক।

নির্দিষ্ট কোনো ব্যক্তিকে খুঁজে বের করার ক্ষেত্রে: এটা আসলে না লিখলেও চলত, কেননা ফেসবুকের জন্মলগ্ন থেকে ফেসবুক ব্যবহারকারীরা এই ফিচারটি খুব চমৎকারভাবেই ব্যবহার করে আসছেন। তবে এই সুবিধাটিও এখন আরও আপডেট করা হয়েছে।

অনেককে এই সার্চের মাধ্যমেও খুঁজে পাওয়া যাবে না। তবে এর পেছনে ফেসবুকের 'প্রাইভেসি অপশন' ফিচারটি কাজ করে থাকে। তবে যারা কাউকে খুঁজে বের করার ক্ষেত্রে শুধু 'নাম' ব্যবহার করেন, তারা জেনে অবাক হবেন শুধু নামই নয় বরং আরও বেশকিছু বিষয় যোগ করে এই 'খোঁজার' প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা সম্ভব! এক্ষেত্রে একজন মানুষকে খুঁজে বের করার ক্ষেত্রে তার নামের পাশাপাশি তার পেশা, আবাস স্থানের নাম, স্কুল-কলেজ বা ইউনিভার্সটির নাম বা এমন আরও কিছু বিষয় যোগ করা যায়। ফলে ফেসবুকে কাউকে খুঁজতে গিয়ে শুধু নাম ব্যবহার না করে উপরের বিষয়গুলোও ব্যবহার করা হলে নির্দিষ্ট ব্যক্তিকে   দ্রুত খুঁজে পাওয়া সম্ভব।

নির্দিষ্ট কোনো টিউন খুঁজে বের করার ক্ষেত্রে:  ফেসবুক সার্চবারে কোনো কি ওয়ার্ড লিখে ফেসবুকের যেকোনো টিউন খুঁজে বের করা সম্ভব। এক্ষেত্রে সার্চবারে প্রয়োজনীয় কি ওয়ার্ডগুলো লেখার পর সার্চ স্ক্রিনের বাম পাশে 'Posted By' ক্যাটাগরির নিচে বেশ কিছু অপশন দেওয়া থাকে। ওই অপশন ব্যবহার করে নির্দিষ্ট টিউনটি খুঁজে বের করার খুবই সহজ।

কোনো পেজ খুঁজে বের করার ক্ষেত্রে: ফেসবুক সার্চের মাধ্যমে কোনো পেজ দ্রুত খুঁজে বের করার ক্ষেত্রে সার্চ পেজে গিয়ে উপরের ট্যাবগুলো থেকে 'Pages' ট্যাব সিলেক্ট করলেই সেই নামের সঙ্গে সম্পর্কিত পেজগুলো প্রদর্শন করবে। এভাবে খুব সহজেই এবং দ্রুত কোনো পেজ খুঁজে বের করা যায়।

জরুরি খবরের সর্বশেষ হেডলাইন খুঁজতে: ফেসবুক প্ল্যাটফর্মটি এখন খবরের সর্বশেষ হেডলাইনও খুঁজে পাওয়া যায়। সর্বশেষ খবর জানতে এটি সেরা উপায় না হলেও চাইলেেই এই কাজটিও ফেসবুক সার্চের মাধ্যমে করা যায়। এজন্য প্রয়োজনীয় কি ওয়ার্ড লিখে সার্চ পেজ থেকে 'Latest' ট্যাবটি সিলেক্ট করতে হবে! ব্যাস!

এভাবে ফেসবুকের সার্চ অপশন ব্যবহার করে পাওয়া যাচ্ছে চমৎকার সব ফলাফল। তবে সার্চ অপশন নিয়ে আরও কাজ করে যাচ্ছে ফেসবুক। প্রযুক্তির উৎকর্ষতায় অদূর ভবিষ্যতে এমনও হতে পারে, কোনো তথ্য খুঁজে পেতে ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুকে থেকে অন্য কোনো সার্চ ইঞ্জিনে যেতে হবে না।

তথ্য ঃ সংগৃহীত

Level 2

আমি তারেক বিন ওমর। CEO, EasyTech IT, Savar,Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেকনোলজির ফেরিয়ালা ।নতুন নতুন জিনিস শিখতে এবং শিখাতে আমার খুব ভালো লাগে।প্রত্যেকের মধ্যে রয়েছে সুপ্ত প্রভিভা তা সামান্য কিছু পরিচর্চার মাধ্যমে বিকশিত হয়। টেকটিউনস তেমনি একটা প্লাটফম যা রক্ষানাবেক্ষন করে সেই প্রতিভার বিকাশ ঘটায়।আশা করি আমি আপনাদের সেই প্রচেষ্টার সামান্য কিছু আপনাদের দিতে পারব।-আল্লাহ হাফেজ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.ebdnews24.com/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%9A%E0%A6%AE%E0%A7%8E%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0/2472
নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ। টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।