সাবধান। ফেসবুকে ভাইরাস. ক্লিক করলেই বিপদ।

আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান। আমি আপনাদের একটি তথ্য দিতে এই টিউনটা করতেছি।

Facebook এ একটা virus খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ফেসবুক Messanger এর মাধ্যমে। অনুগ্রহ পূর্বক কেউ কোনো লিংক এ (ভিডিও ক্লিপ) ক্লিক করবেন না।
কারণ ভাইরাস টা ভিডিও ক্লিপ এর লিঙ্ক। আমার ইনবক্সেও আসছে। যেমন মিজানুর ভিডিও- আপনারা এমন লিঙ্ক পেলে ভুল করেও ক্লিক করবেন না। যাদের ব্রাউজারে অনেক ইনফরমেশন থাকে তা চুরি হয়ে যেতে পারে। এমনকি আপনার প্রিয় আইডি টাও। আর যারা অনলাইনে ইনকাম করেন তাদের জন্য তো আর রিস্কি। হারিয়ে যেতে পারে অনেক মুল্যবান তথ্য। ফাইরাস টি শুধু ইনবক্সেই না টাইমলাইনেও দেখা যাচ্ছে। ভিডিও ক্লিপ আকারে। তাই একটু সাবধান থাকবেন

 

যদিও ভুল করে ক্লিক করে ফেলেন তাহলে ফেসবুকের সেটিংস এ চলে যান তারপর App এ ক্লিক করেন। সব App ডিলেট করে দিন 

এবং Apps, Website and Plugins Disabled করে দিন।

ব্রাউজারের হিস্টোরি কুকিজ সব ডিলেট করে দিন।

এবং Password Change করে নিন।

এবং ফেসবুক থেকে আপনার এক্টিভিটি End করে দিন।

 

Facebook Activity End করার জন্য

Security Settings থেকে

Where You're Logged In  এ গিয়ে সব END করে দিন।
এই স্ক্রিনশট দেখে বুঝে নিন।
ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া রইলো।
আমার জন্যো দোয়া করবেন।
আর একটা রিকুয়েস্ট আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের সাবস্ক্রাইব পেলে টিপস দিতে উৎসাহিত হবো। যদি সমস্যা না থাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস