বন্ধরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করতেছি হয়তো তা অনেকে জানেন,কিন্তু যারা জানেন না আমার টিউনটি শুধু তাদের জন্য। অভিজ্ঞরা আমাকে ক্ষমা করে দিবেন যদি কোন ভুল থাকে আমার। আমরা অনেকে আছি আমাদের ফেসবুকে আপলোড করা ছবি বা টিউনে যদি আমরা অনেক বেশি বেশি লাইক বা টিউমেন্ট পাই তাহলে আমরা বেশি খুশি হয়ে থাকি।
আমাদের ফেসবুকের সব বন্ধরা মনে হয় কিপটে তারা আমাদের তেমন লাইক বা টিউমেন্ট করতে চায় না। তারা কিভাবে অটো লাইক বা টিউমেন্ট নিয়া নিজেকে আত্মতৃপ্তি দিবেন। তো চলুন কাজের কথায় আসা যাক। অটো লাইক নেবার জন্য আপনাকে প্রথমে আপনার পিসি একটা ব্রাউজার ওপেন করে এড্রেস বারে টাইপ করতে হবে http://www.djliker.com।
তার পর আপনি দুইটি লিংক দেখতে পাবেন, একটি হল Click here বাট অন্যটি হল Submit box.তখন আপনাকে প্রথমে Click here এ গিয়ে ক্লিক করলে নতুন একটা টেব ওপেন হবে। সেখানে আপনাকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তার পর আপনি ঐখানে দুইটি স্টেপ দেখতে পাবেন। Step1 এবং step2 নামের দুইটি লিংক দেখতে পাবেন। আপনাকে প্রথমে Step1 ক্লিক করলে নতুন টেপ ওপেন হবে এবং পেজে দেখতে পাবেন success. তখন আপনাকে আবার step2 তে গিয়ে ক্লিক করতে হব। তখন আপনি ঐ পেজে দেখতে পাবেন html কোডের মতো কিছু, তার পর আপনাকে ঐ পেজের Url কপি করতে হবে। বাকি গুলো আমার ভিডিওতে দেখতে পাবেন আপনারা। ভিডিও লিংকি আমি দিলাম আপনাদের বুঝার সুবিধার জন্য
আমি হাসান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।