ফেইসবুকে ভিডিও আপলোডে সমস্যা? জেনে নিন কয়েক সেকেন্ডেই সমাধান। এখন সমস্যা না হলেও পরে তো হতে পারে!

ফেইসবুকে ভিডিও শেয়ারিং বর্তমানে জনপ্রিয় হয়ে  উঠছে। আর ভিডিও আপলোডের সময় আমরা কখনও সমস্যা ফেইস করে থাকি। যা কয়েক সেকেন্ডেই সমাধান করা সম্ভব।  ভিডিও টিউটোরিয়ালটিতে দেখে নিতে পারেন-

 

Facebook হল একটি সামাজিক নেটওয়াকিং ওয়েবসাইট যার যাত্রা শুরু হল ২০০৪ সালের ফেব্রুয়ারী মাস থেকে। এর মাধ্যমে ব্য রা একে অন্যর সাথে তথ্য শেয়ার করতে পারে।

এর প্রতিষ্ঠাতা হল- Mark Juckerburg, Eduardo Saverin, Dustin Moskovitz and Chris Hughes।

ফেসবুক মুলতঃ ডিজাইন করা হয়েছে কলেজ ছাত্রছাত্রীদেরদের জন্য। কিন্তু এখন ১৩ বছরের বেশি সবাই এটি ব্যবহার করতে পারবে। ফেসবুক যারা ব্যবহার করে তারা তাদের নিজস্ব প্রফাইলকে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও, এবং তথ্য দ্বারা নিজের ইচ্ছামত সাজাতে করতে পারে। ফেসবুক এর মাধ্যমে ব্যবহারকারিরা তাদের বন্ধুদের সাথে চ্যাট, মেসেজ আদান প্রদান করতে পারে।

যারা ফেসবুক ব্যবহার করে তাদের প্রত্যেকের প্রফাইলে একটি "Wall" আছে, যেখানে সবাই টিউমেন্ট প্রেরণ করতে পারে। মুলতঃ এই Wall Posting হল Public Conversation.

 

Upload(আপলোড) শব্দটি Download (ডাউনলোড) সম্পুর্ণ বিপরীত। আপনি যখন “ডাউনলোড” করতে চান তা কোন একটি সিস্টেম থেকে নামিয়ে নিতে হবে। তদ্রুপ “আপলোড” করতে হলে আপনার সিস্টেম থেকে অন্য কোন সিস্টেমে ডাটা ট্রান্সফার করা হয়। ডাউনলোড ও আপলোড একই সময়ে করা যায়। তবে এটি ডাটা ট্রান্সফারকে খানিকটা ধীর গতির করে। বিশেষত যখন ব্যান্ডউইথ কানেকশন দুর্বল হয় তখন এই ঘটনা ঘটে থাকে। কারণ অনেক ফাইল ইন্টারনেট সার্ভারে রাখা থাকে। আর ইউজাররা প্রতিনিয়ত আপলোডের চেয়ে ডাউনলোড বেশি করে থাকে।

আরো ভিডিও দেখতে - https://www.youtube.com/channel/UCF55vj9SIJtp1KZ2RbfN1Eg

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস