৫ মিনিটেই ফেসবুক আইডির নাম সিঙ্গেল নেম (Single Name) করুন – ভিডিও

 

আশা করি সবাই ভালই আছেন আর আমিও সব সময় মোটামোটিই থাকি। আজ অনেক দিন পর একটা টিউন দিলাম।
আজ আমি নিজেই একটা আইডির নাম সিঙ্গেল করতে বসছিলাম, তার পর ভাবলাম ভিডিও করে আপ দেই, অন্যদেরও কাজে আসবে। যেমন চিন্তাভাবনা তেমনই কাজ।

ভিডিও লিংকঃ YouTube
আমি যেভাবে সিঙ্গেল নেম করছি সেটা আসলেই একটা সহজ পদ্বতি, আশা করি সবার কাজে লাগবে।
তবে হ্যা, এইটা শুধু মাত্র গুগুল ক্রোম ব্রাউজার ব্যবহারকারি দের জন্য প্রযোজ্য।
আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন যেন সবসময় মোটামোটি না থেকে মাঝে মাঝে যেন ভালও থাকতে পারি।

ফেসবুক এ আমিঃ FaceBook

.

২০০ শব্দ না হলে টিউন Submit করা যায় না, তাই একটা জোকস্ বলি।

জোকস্ঃ

বউঃ- আফনে খি বিড়ি খাইন?

জামাইঃ- বিড়ি না সিগারেট খাই।

বৌঃ- দিনে খটা খাইন?

জামাইঃ-এখ পখেট খাই।

বৌঃ এখ পকেটের দাম খতো?
জামাইঃ- চাল্লিশ টেখা।

বৌঃ- খতো দিন যাবত খাইতা চইন?

জামাইঃ- ১৫ বসর যাবত,

বৌঃ- তাহলে দেখেন আফনে রোজ এখ পকেটের দাম অইয়ল ৪০ টেখা, আর মাসে অইয়ল ১২০০ টেখা, বসরে অইয়ল ১৪৪০০ টেখা,আর পনর বসরে অইয়ল ২১৬০০০ হাজার
টেখা ঠিক খইচিনা?

জামাইঃ- হু হাছা খইছ।
বৌঃ- আচ্ছা আফনে চিন্তা খইরা দেখইন এই টেখা গুইন যদি জমা খইরা ব্যাংকে রাখতা তেনু আইচকু
ব্যাংকে খতো টেখা অইত চিন্তা খরচইন। আইজ যদি এই টেখাগুইন থাকতো গাড়ি না অয়
এখটা মোটর সাইকেল লইতা পারতা খি?

জামাইঃ একেবারে হাছা খইচ।
খিতা খরমু আগে কেউ এরখম বুঝায়না।

জামাই বউকেঃ- তুমি বিড়ি খাওনা!!
বৌঃ- খিতাযে খইন আফনে আমি এইতা খাইতাম কিওরল্লাজ্ঞি।

জামাইঃ তাইলেথ ভালাই তোমার
গাড়িটা আমারে দেও আমি ছালাই দেহি। 🙂

 

Level 0

আমি মৃদুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস