খুব সহজেই মাত্র কয়েক ঘন্টায় আপনার Facebook এ ৫০০০ friends করুন

আমরা অনেকে আমাদের ফেসবুক আইডিতে ৫০০০ অ্যাড করতে চাই।

Facebook বেশি friends থাকলে অনেক সুবিদা পাওয়া যায়। যেকোনো টিউন এ অনেক like পাওয়া যায় অনেক comments পাওয়া যায়।
এ ছাড়া যারা page নতুন তৈরি করতে চান,তাদের জন্য সবচেয়ে বুদ্দিমানের কাজ হবে,
আগে একটি facebook id তৈরি করে ৩০০০ থেকে ৪০০০ অ্যাড করা।পরে আইডি টাকে page migrate এ করা .
ফলে facebook এ যতো জন friends থাকবে ততটি like আগে থেকেই জমা হবে।ফা ফ্র সর্ব ৫০০০ অ্যাড করা যায়
মরা অনেকে আমাদের আইডি ৫০০০ অ্যাড করতে চাই।
কাজটি কিন্তু আমি নিজে একটু কঠিনই বলব।কারন আমি নিজে বেশি বেশি friends অ্যাড করতে গিয়া
আমার ৪ টা id permanently block হয়েছে।
এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় যেমনঃ
***অপ্রিয় হলে ও সত্য আপনি কখনও ২ বা ৩ মাসে এত অধিক পরিমান অ্যাড করতে পারবেন না।
কারন বেশি অ্যাড করলে আপনি আপনি পর্যায়ক্রমে ২,৭,১৪,২৮ এমনকি হয়তে পারেন।এছাড়া
বেশি friends অ্যাড করলে আপনি photo verification আপনি মত মহা জামেলায় পরতে পারেন।এর জন্য আপনাকে সময় দিতে হবে।

বর্তমান ফেইসবুক:
আমরা অনেকেই ফেসবুকে অনেক বন্ধু চাই। এটা আমাদের প্রচারণার ক্ষেত্রে অনেক বেশী কাজে লাগে।
ফেসবুকে এর আগে ৫০০০ এর বেশী বন্ধু যোগ করা যেত না। অর্থাত ফেসবুক সবোর্চ্ছ বণ্ধু সংখ্যা ৫০০০। তবে বর্তমানে এর বেশী বন্ধু হিসেবে নেওয়া যায়। আবার আপনি চাইলে ফেসবুক আইডিকে আপনার ফ্যানপেইজ তৈরী করতে পারেন। সেক্ষেত্রে আপনার সকল বন্ধু আপনার ফ্যান হয়ে যাবে। অর্থাত যতগুলো বন্ধু ঠিক সমপরিমাণ লাইক পাবেন।

৫০০০+ বন্ধু:

কিভাবে ফেসবুকে একসাথে ৫০০০ এর বেশী লোককে বন্ধু বানাবেন আজ আমরা তাই আলোচনা করবো।  নিচের লিংক এ যান যদিও পেজ টি English . ভিডিও দেখে সহজেই করতে পারবেন।

       টিউন লিংক এর জন্য এখানে ক্লিক করুন

                 ভিডিও দেখার জন্য ছবির মতো ক্লিক করুন

আগের টিউন এ যারা apply করছেন তারা ভিসিটর পেয়েছেন

আবার apply এর জন্য লিংক দেয়া হল

See How To Increase your Website Traffic

Level 0

আমি বিশ্বনাথ কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি লিখলেন! আর কি বুঝাইলেন?? কাজের কোন মিল দেখছিনা!!