ফেসবুক মেসেঞ্জারে একাধিক একাউন্ট লগইন করুন।(স্ক্রিনশট সহ)

আচ্ছালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আসলে টিটি আমাদের ভালো থাকতে বাধ্য করে।

আমরা যারা ফ্রিল্যান্সিং এর জন্য কিংবা অন্য কোন কারনে ফেসবুকে একাধিক একাউন্ট ব্যবহার করি তাদের বেশিরভাগ সমস্যাটা হয় বার বার লগ আউট এবং লগ ইন করা। কিন্তু এভাবে আর কতদিন চলবে। ফেসবুক কোম্পানি তো নিজেও জানে এক ব্যক্তির কয়টা করে একাউন্ট থাকতে পারে। আর জানবেই বা না কেন সয়ং মার্ক জাকারবার্গের তো ৪ টা একাউন্ট। প্রথম ৪ টা একাউন্ট তার নিজেরই। পরীক্ষামুলক ভাবে যেগুলো প্রনয়ন করেন।

যাই হোক আমাদের আর দেরি না করে আসল কথায় আসা যাক। আমরা প্রথমে ফেসবুক মেসেঞ্জার আপডেট অ্যাপটা ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করবো। তারপর নিচের ধাপগুলো অনুসরন করুন পারবেন।

প্রথমে আপনি আপনার একটি একাউন্ট এ লগইন করুন। তারপর নিচের চিত্রের লাল চিহ্নিত সেটিং অপশনে ক্লিক করুন

http://www.thebdblog24.com

ক্লিক করার পর নিচের চিত্রের মতো Accounts অপশনে ক্লিক করুন

http://www.thebdblog24.com

একাউন্টস এ ক্লিক করার পর আপনি যে একাউন্ট এ লগইন করা ছিলেন সেই একাইন্ট টা দেখাবে। তারপর নিচের চিত্রের মতো লাল চিহ্নিত স্থানে যোগ বাটনে ক্লিক করুন

http://www.thebdblog24.com

ক্লিক করার পর আপনি অন্য যে একাউন্ট টি লগইন করবেন সেই একাউন্ট এর ইমেইল পাসওয়ার্ড দিয়ে Add বাটনে ক্লিক করুন দেখুন নিচের চিত্রে

http://www.thebdblog24.com

ক্লিক করার পর আপনাকে একটু লোডিং পেজে অপেক্ষা করতে হবে। আর যদি স্পিড ভালো থাকে তবে অপেক্ষা করতে হবেনা। তারপর আপনি সাকসেসফুল ভাবে লগইন করলে Continue আসবে সেখানে ক্লিক করুন। দেখুন নিচের চিত্রে

http://www.thebdblog24.com

ব্যাস আপনি আরো একটা উকাউন্ট এ লগইন করতে পারলেন এবার একসাথে দুইটা আইডি তে মেসেজ করতে পারবেন। দেখে নিন ২ টা আইডি ঠিকঠাক ভাবে লগইন হয়েছে কিনা। আবার সেটিং এ ক্লিক করুন এবং একাউন্ট এ চলে যান তারপর দেখুন নিচের চিত্রের মতো আসলে ভাববেন সবকিছু ঠিক আছে।

http://www.thebdblog24.com

ভালো লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন। আমার সাইটে টিউন করে আয় করার সুযোগ আছে।
আমার সাইটঃ-

http://www.thebdblog24.com


আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন

Mahmudul Hasan Manik

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস