আসসালামুয়ালাইকুম! দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, কারন প্রত্যক মানুষকেই মৃত্যর স্বাদ গ্রহন করতেই হবে, বাংলাদেশের ৯৯% ইন্টারনেট ইউজারদের রয়েছে ফেসবুক একাউন্ট, আপনি চাইলে আপনার পরিচিত ব্যক্তি বা বন্ধুর মৃত্যুর পর তার ফেসবুক প্রোফাইলটি অমর করে রাখতে পারেন, এজন্য ফেসবুক কতৃপক্ষ তার প্রোফাইলে Remembering লিখে রাখবে। আপনি চাইলে প্রোফাইলটি রিমুভ করে দিতে পারবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করে প্রোফাইল Remembering করাই বেশী ভালো কারন এটাই বন্ধুর শেষ স্মৃতি!
আসুন দেখি বন্ধু মারা যাবার পর কিভাবে প্রোফাইলে Remembering যোগ করা যাবে?
এজন্য আপনার বন্ধু যদি মারা যাবার আগে Legacy Contact অ্যাড করে রেখে যায় তবে কাজটি সহজ ভাবে হয়ে যাবে আর যদি না করে থাকে আপনার ফেসবুকের সাথে যোগাযোগ করতে হবে।
ফেসবুকের সাথে যোগাযোগের জন্য প্রথমে এই লিংকে যান>>> https://web.facebook.com/help/contact/234739086860192
তারপর নিচের মত ফরম আসবে
>>> Who passed away? এখানে আপনার বন্ধুর নাম সিলেক্ট করুন।
>>> When did they pass away? এখানে আপনার বন্ধুর মৃত্যুর তারিখ উল্লেখ করুন।
>>>Optional: Proof of death এটা অপশনাল, তবু আপনার বন্ধুর মৃত্যুর পর কোন নিউজ হয়ে থাকলে বা তাকে নিয়ে ফেসবুক ফেসবুকে কোন টিউন হয়ে থাকলে সেই লিংক দিয়ে দিন।
তারপর SEND করে দিন।
এবার ফেসবুক কতৃপক্ষ আপনার আবেদন রিভিউ করবে, রিভিউ করার পর যদি আর কোন রেফারেন্স চায় তবে দিয়ে দেন, তার প্রোফাইল লিংক চাইলে দিয়ে দেন।
আশা করি Remembering যোগ হয়ে যাবে।
তারপরও যদি না হয়ে তবে আপনি এখানে যোগাযোগ করুন>>> https://www.facebook.com/help/contact/228813257197480
এবার নিচের মত ফরম আসবে
>> Your full name এখানে আপনার নাম লিখুন।
>> Full name on the deceased person's account এখানে আপনার বন্ধুর নাম লিখুন।
>> Web address (URL) of the decased person's timeline এখানে আপনার বন্ধুর প্রোফাইল লিংক দিন।
>> Account email address of the deceased person এখানে আপনার বন্ধুর ফেসবুকের ইমেইল আইডি দেন (জানা না থাকলে বাদ দেন)
>> How can we help you? এখানে Please memorialize this account মার্ক করুন।
>> When did the person pass away? এখানে আপনার বন্ধুর মৃত্যুর তারিখ উল্লেখ করুন।
>> To help quickly process your request, please provide a scan or photo of your loved one's death certificate. এখানে আপনার মৃত্যুর বন্ধুর ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন (না থাকলে দিতে হবে না)
>> Additional information এখানে আপনার বন্ধুর মৃত্যুর কারন উল্লেখ করুন ইংরেজিতে
এবার Send করুন এবং আপনার অন্যন্য বন্ধুবান্ধবকে একইভাবে ফরম পুরন করার অনুরোধ জানান।
ফেসবুক রিভিউ করার পর প্রোফাইলে Remembering যোগ হয়ে যাবে।
কষ্ট করে বিষয়টি জানার জন্য আপনাকে ধন্যবাদ আশাকরি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় টিউনটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন এতে আপনার মৃত্যুর পর, আপনার বন্ধুরা আপনাকে হেল্প করতে পারবে।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।