ফেসবুক অ্যাপ দিয়ে একাধিক একাউন্ট ব্যবহার করবেন যেভাবে। (স্ক্রিনশট সহ)

আচ্ছালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি।

আজকে আপনাদের সামনে যে টিউন টি নিয়ে আমি মাহমুদুল হাসান মানিক উপস্থাপন করবো তার মূল বক্তব্য হচ্ছে একটা ফেসবুক অ্যাপ দিয়ে কিভাবে একাধিক ফেসবুক একাউন্ট ব্যবহার করতে পারবেন। আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে এ বিষয় নিয়ে টিউটোরিয়াল করবো।

তাহলে চলুন শুরু করা যাক।
সৌজন্যেঃ

http://www.thebdblog24.com

প্রথমে আপনাকে আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটি ইনস্টল করতে হবে। আপনার ফোনে ইনস্টল করার পর আপনার ফেসবুকের মেইল আইডি ও পাসোয়ার্ড দিয়ে লগ ইন করুন চিত্রে দেখুনঃ

লগ ইন করার পর আপনার যতক্ষন মন চায় ফেসবুক চালিয়ে যান। একসময় আসবে যখন অন্য কোন একাউন্টে লগ ইন করার প্রয়োজন। ঠিক সেই জন্যই আজকের এই টিউন টি তাদের জন্য যাদের একসাথে অনেক তুলো ফেসবুক একাউন্ট চালানো গুরুত্বপূর্ণ।

যাই হোক লগইন করার পর আবার লগ আউট করে দিন নিচের চিত্রের মতোঃ

সৌজন্যেঃ thebdblog24.com

মেনুতে ক্লিক করে নিচের দিকে Log out অপশন পাবেন দেখুন

সৌজন্যেঃ thebdblog24.com

Log out করার পর দেখুন Log in into another account.
নিচের চিত্রেে দিকে লক্ষ করুন তাহলে বুঝতে পারবেন।

সৌজন্যেঃ thebdblog24.com

এখন Log in into another account এ ক্লিক করুন
তারপর আবার অন্য একটা ফেসবুক একাউন্ট এর Email এবং Password দিয়ে লগ ইন করুন দেখুন ক্লিক করার পর এমন আসবে

সৌজন্যেঃ thebdblog24.com

লগ ইন করার পর এমন আসবে

সৌজন্যেঃ thebdblog24.com

এমন আসলে Ok তে ক্লিক করুন করুন। ব্যাস আপনি অন্য একটি একাউন্টে লগইন করলেন। এবার ভাবছেন কিভাবে এগুলো এখানে রেখে দেব। আমিতো আছি আল্লাহর রহমতে। এবার আপনি আবার লগ আউট করুন এবার দেখুন লগ আউট করার পর কেমন আসবে

facebook.com/mhmanik02

দেখে নিশ্চই বুঝতে পারছেন কি হয়েছে। আপনার একটি মাত্র ফসবুক অ্যাপে বর্তমানে দুই টি একাউন্ট যুক্ত আছে। এভাবে আপনি ৫ টি একাউন্ট যুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি কেন ঝটপট করে ফেলুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন Mahmudul Hasan Manik

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই,আজ ২- ৩ দিন হলো যে আমি আমার নতুন টিউনে থাম্বনেইল দিতে পারছি না? সমস্যা টা আরোও অনেকের হয়েছে? পারলে একটু সাহায্য করুন?

    ধন্যবাদ আপনার সমস্যার কথা আমাকে জানানোর জন্য। কিন্তু আনন্দের বিষয় এই যে গত কাল রাত থেকে এই সমস্যার সমাধান করা হয়েছে। আপনারা এখন নতুন থাম্বনেইল যুক্ত করতে পারবেন বলে আশা করি।

ভাই,আজ ২- ৩ দিন হলো যে আমি আমার নতুন টিউনে থাম্বনেইল দিতে পারছি না? সমস্যা টা আরোও অনেকের হয়েছে? পারলে একটু সাহায্য করুন?

    ধন্যবাদ ভাইয়া সমস্যা সমাধানের জন্য আমাকে নির্বাচিত করার জন্য। আশা করি আপনাদের সকলের সমস্যার সমিধান হয়ে গেছে। আজ থেকে আমি যেমন নতুন ছবি যুক্ত করতে পারছি আশা করি আপনারাও পারবেন। ধন্যবাদ।