ফেসবুক এর Messenger‬ দিয়ে একসাথে দুইটা আইডি চালান। (কোন ভিডিও দেখা লােগবে না)


ফেসবুক এর Messenger‬ দিয়ে একসাথে দুইটা আইডি চালান। (কোন ভিডিও দেখা লােগবে না)  🙄 

আসসালামু আলাইকুম
কেমন আছেন সকলেই। আশা করি ভালোই আছেন আপনারা।
এইটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হইলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমরা অধিকাংশ মানুষ এখন এই তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুক ছাড়া একেবারেই অচল। আমরা অনেকেই এখন প্রধান যোগাযোগের মাধ্যম হিসাবে ফেসবুক একাউন্ট বেছে নিয়েছি। বর্তমানে ফেসবুকের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। আমাদের অনেকেরই আবার দুইটা বা তার বেশী আইডি ব্যবহার করি। যারা একের অধিক একাউন্ট ব্যবহার করেন তাদের জন্য একটি সুখবর‬ দিতে চাই।

খবরটা হয়তো অনেকেই এখনও জানেন না।
আপনাদের ম্যাসেজের মাধ্যমে তথ্য বা মনের ভাব আদানপ্রদানের মাধ্যম ফেসবুকের Messenger app এর সাহায্যে আপনি এখন থেকে এক সাথে দুইটা আইডি লগইন করতে পারবেন।
.
এখনো আপনাদের জানাবো কিভাবে ফেসবুকে একের অধিক আইডিতে লগই করবেনা।
.
এর জন্য আপনাকে প্রথমে "Google play store " থেকে "Messenger" অ্যাপস্ Update করে নিতে হবে।
.
তারপর "Messenger" এ আপনার আইডি লগইন করা না থাকে তাহলে আইডিতে লগইন করুন।
.

চিত্র 1 এ দেখুন "Account " লেখা আছে।
এবারের একাউন্ট লেখায় ক্লিক করলে 2 নম্বর ছবির মত আসবে। ঐখানে Account লেখার ডানপাশে ' + ' প্লাস চিহ্নের মত আছে। ওইটাতে ক্লিক করুন। চিত্র 3 এর মতো একটি পুশআপ পেজ ওপেন হবে আপনার অন্য আইডি লগইন করার জন্য।
" Sign in to add another Account "
লেখার নিচের বক্সে ID এবং Password দিয়ে নিচের "Add" লেখায় ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

অনেক কষ্ট করে লিখলাম। ভালো লাগলে অথবা বুঝতে না পারলে টিউমেন্টে মতামত জানাবেন।

(বিঃদ্রঃ Cyber Real  এই পেজে অথবা Cyber Real এই গ্রুপে জয়েন করে আপনাদের ফেসবুক সংক্রান্ত জিজ্ঞাসা কিংবা সমস্যার কথা লিখুন। সমাধান পাবেন আশাকরি।)
.
.
.
আমাকে ফেসবুকে পাবেন  MD Nowagish Islam Real

Level 1

আমি মোঃ নওয়াজীস ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস