ভিডিও ট্যাগিং সিস্টেম আনছে ফেসবুক।

আসসালামু আলাইকুম,

ভাই-ব্রাদাস কেমন আছেন সবাই? আজ অনেক দিন পরে আবারো ফিরে এলাম আপনাদের কাছে কিছু ভিন্ন মাত্রার খবর নিয়ে। আমাদের একের পর এক চমক দেখানোর পরে এবার ভিডিও ট্যাগিং সার্ভিস নিয়ে আসছে ফেসবুক, যেখানে ভিডিও থেকে মানুষের চেহারা শনাক্ত করা যাবে। অর্থাৎ ভিডিও তে থাকা মানুষের ছবি দেখে নাম বলে দিবে ফেসবুক। তথ্য ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ম্যাশেবলকে এ তথ্য জানিয়েছে ফেসবুকের অ্যাপ্লাইড মেশিন লার্নিয়ের পরিচালক জোয়াকুইন কুইনোনেরো কানডেলা। ফেসবুক বার্ষিক এফ৮ ডেভেলপার সম্মেলন এ তিনি ম্যাশবলকে বলেন, ভিডিও ট্যাগিং প্রযুক্তির উন্নয়ন ব্যক্তিকে নিয়ে আমাদের গবেষনাকে আরো সহজ করবে। বিষয়টি ভবিষ্যৎ কে আরো সহজ করবে জানিয়ে তিনি বলেন, ভিডিওর নির্দিষ্ট ফ্রেমে ঠিক কোথায় ব্যক্তিটি উপস্থিত ছিলেন তাও বলতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যার। ফলে শুধু ব্যক্তিকেই নয় ঠিক কোন সময়ে এবং কোন জায়গায় উপস্থিত ছিলেন সেটাও জানানো সম্ভব হবে। ইতিমধ্যেই ফেস ডিটেক্টিং এর একটি শক্তিশালী প্রযুক্তি রয়েছে ফেসবুকে আর ভিডিও ট্যাগিং এতে দিবে আরো নতুনত্ব। কানডেলা আরো জানান, স্বয়ংক্রিয় ক্যাপশন দেয়ার প্রযুক্তি নিয়েও ভাবছে ফেসবুক। আজ এতোটুকুই, ভাল্লো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

টিউনটি প্রথম প্রকাশিত হয় টিউন্স ফেয়ারে

 

আমার প্রকাশিত আরো কিছু  টিউনঃ

বিক্রি করা হবে অন্যতম সার্চ ইঞ্জিন ইয়াহু!

মোবাইলের যে ৫টি তথ্য সবার জানা দরকার!

কম্পিউটার কি শর্টকাট ভাইরাসের গোডাউন হয়ে গিয়েছে? নিয়ে নিন সমাধান!

 

Level 0

আমি আল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস